আগামীকাল আয়ারল্যান্ড যাচ্ছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে আগামীকাল (বুধবার) আয়ারল্যান্ডের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবে বাংলাদেশ দল। শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বাংলাদেশ সময় সকাল ১০টায় এমিরেটস এয়ারলাইন্সে চড়ে ডাবলিনের উদ্দেশ্যে রওনা দিবে টাইগাররা।
স্বাগতিক আয়ারল্যান্ড, উইন্ডিজ এবং বাংলাদেশ নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজটি শুরু হবে মে মাসের ৫ তারিখ থেকে। ইতিমধ্যে অনুশীলন ক্যাম্পের মাধ্যমে নিজেরদের প্রস্তুত করেছে বাংলাদেশ দলের সদস্যরা।

আয়ারল্যান্ড এবং উইন্ডিজদের ম্যাচ দিয়ে শুরু হওয়া সিরিজে গ্রুপ পর্বে চারটি ম্যাচ পাবে প্রতিটি দল। ৭ মে প্রথম ম্যাচে বাংলাদেশ মোকাবেলা করবে শক্তিশালী উইন্ডিজদের। এরপর ৯ মে আবার স্বাগতিকদের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামবে তারা।
১৩ মে উইন্ডিজ এবং ১৫ মে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজে গ্রুপ পর্ব শেষ করবে বাংলাদেশ দল। গ্রুপ পর্বে শীর্ষে থাকা দুই দল আগামী ১৭ মে ফাইনাল খেলবে।
এদিকে আয়ারল্যান্ড সিরিজের জন্য ১৯ সদস্যের দল নিয়ে যাচ্ছে টাইগাররা। কিছুদিন আগে পেসার তাসকিন আহমেদ এবং অলরাউন্ডার ফরহাদ রেজাকে দলের সাথে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচকরা।
আয়ারল্যান্ড সফরে বাংলাদেশ স্কোয়াডঃ
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, সৌম্য সরকার, সাব্বির রহমান, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলি রাব্বি, নাঈম হাসান, আবু জায়েদ রাহি, ফরহাদ রেজা, তাসকিন আহমেদ।