বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ অ্যালেক্স হেইলস

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ডোপ টেস্টে ব্যর্থ হয়ে ২১ দিনের জন্য নিষিদ্ধ হয়েছেন ইংলিশ তারকা ব্যাটসম্যান অ্যালেক্স হেইলস। ফলে আসন্ন বিশ্বকাপসহ যেকোনো আন্তর্জাতিক ক্রিকেট সিরিজে খেলতে পারবেন না হেইলস।
ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) একটি বিবৃতির মাধ্যমে সোমবার বিষয়টি নিশ্চিত করেছে। দলের মাঝে যাতে কোন প্রকার বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেই লক্ষ্যে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ইসিবি। ইংলিশ ওপেনারকে বাদ দেয়া প্রসঙ্গে এক বিবৃতিতে ইসিবির ম্যানেজিং ডিরেক্টর অ্যাসলি জাইলস জানিয়েছেন,

'আমরা এই সিদ্ধান্তটি নিয়ে অনেক ভেবেছি। আমরা ইংল্যান্ড দলের মাঝে সঠিক পরিবেশ বজায় রাখার জন্য কাজ করছি এবং দলের জন্য যেটি ভালো হয় সেটাই আমাদের বিবেচনায় আনতে হবে।'
জাইলস আরো যোগ করেছেন, 'আমাদের নিশ্চিত করতে হবে যেন কোনো কিছুই ক্রিকেটারদের মাঝে ভ্রান্তি সৃষ্টি করতে না পারে এবং তাঁরা যেন সাফল্যের সাথে মাঠের খেলায় মনোযোগ দিতে পারে।'
গত বৃহস্পতিবার ইংল্যান্ডের শীর্ষস্থানীয় গণমাধ্যম দ্যা গার্ডিয়ান হেইলসের নিষিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে। পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজের স্কোয়াড থেকে এমনকি বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড থেকেও হেইলসের নাম বাদ দিয়েছে ইংলিশ বোর্ড।
এর আগে বিশ্বকাপ স্কোয়াডে ডাক পাওয়ার কিছুদিন পর ব্যক্তিগত কারণ দেখিয়ে ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য নিজেকে সরিয়ে নিয়েছিলেন হেইলস। ফলে কাউন্টি দল নটিংহ্যামশায়ারের হয়ে রয়্যাল লন্ডন কাপের ম্যাচেও খেলেননি তিনি।
তবে বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্পে যোগ দেয়ার আগে পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে তিনি গেল সপ্তাহে রিক্রিয়েশনাল ড্রাগ নিয়েছেন। এই কারণে তাঁকে নিষিদ্ধ করার পাশাপাশি বিশ্বকাপ স্কোয়াড থেকেও বাদ দেয়া হয়েছে।