বিজয়ের অন্তর্ভুক্তি নিয়ে মুখ খুললেন কোহলি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার বাদ দিয়ে অলরাউন্ডার বিজয় শংকরকে বিশ্বকাপ দলে জায়গা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এতে মনঃক্ষুণ্ণ হয়েছেন দলে জায়গা না পাওয়া অনেক ক্রিকেটারই। তবে বিজয়ের অন্তর্ভুক্তি ভারতীয় দলে ভারসাম্য এনেছে, বিশ্বাস করছেন অধিনায়ক ভিরাট কোহলি।
দলের সঠিক কম্বিনেশনের জন্য বিজয় শংকরের চেয়ে ভালো কোন বিকল্প খুঁজে পাননি ভারতীয় দলের অধিনায়ক সহ নির্বাচকরা। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগেই বেশ কার্যকরী ২৮ বছর বয়সী বিজয়। ত্রিমাত্রিক সুবিধার কথা চিন্তা করেই এই অলরাউন্ডারকে দলে রেখেছে ভারত।

'আমরা অনেক কিছু চেষ্টা করেছি। কিছু কম্বিনেশন সাজাতে চেষ্টা করেছি। অবশেষে যখন বিজয় দলে জায়গা পেল, ত্রিমাত্রিক সুবিধা পেলাম। সে বল করতে পারে, ব্যাট করতে পারে এবং ভালো ফিল্ডিংও করে।
'আমাদেরকে অনেক গুলো বিকল্প পথ দিয়েছে। আমরা কেন তা নিব না যেখানে প্রতিটি দল এত বছর ধরে এমন ভারসাম্য নিয়ে দল সাজাচ্ছে। ঐ জায়গা থেকে আমরা সকলে রাজি হয়েছি,' ইন্ডিয়া টুডে কে বলেছিলেন কোহলি।
প্রায় এক বছরের বেশি সময় ধরে চার নম্বর পজিশনের জন্য খাঁটি একজন ব্যাটসম্যানকে খুঁজছিল ভারত। বিশ্বকাপে বিজয় শংকরে সেই সমাধান আনতে চাইছে ভারত। সেই লক্ষ্যে ভারতীয় দলে রাখা হয়েছে বিজয়কে, দল ঘোষণার দিন বলেছিলেন প্রধান নির্বাচক এম কে এস প্রসাধ।
কিন্তু ম্যাচের পরিস্থিতি এবং প্রতিপক্ষের উপর নির্ভর করবে দল গঠনের প্রক্রিয়া, জানিয়েছেন কোহলি। তাঁর ভাষায়, 'বিশ্বকাপে আমরা কি করতে চাই ওইদিকে আমরা বেশ সাজানো একটি দল। অবশ্যই কে কোথায় ব্যাট করবে তা পরে সিদ্ধান্ত নেয়া হবে।'