দক্ষিণ আফ্রিকার দল গঠনের বড় বাধা রাজনীতি!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল গঠনের পেছনে অনেক বড় রাজনীতি কাজ করে। রাজনীতিবিদদের ভূমিকা রয়েছে দল সাজানোর ক্ষেত্রে, জানিয়েছেন প্রোটিয়া সাবেক নির্বাচক জোবার্ট স্ট্রাইডোম।
তাই নির্বাচকদের ওপর চাপও থাকে অনেক বেশি। যার ফলে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় দক্ষিণ আফ্রিকান নির্বাচকদের। ২০০৭ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপে অলরাউন্ডার জ্যাক ক্যালিসকে দল থেকে বাদ দিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন তখনকার নির্বাচক স্ট্রাইডোমও।

২০১৯ বিশ্বকাপের দল ঘোষণার আগে প্রোটিয়া দল নির্বাচন নিয়ে এমনই মন্তব্য করেছেন তিনি। তাঁর ভাষায়, 'এটা বুঝা খুবই কঠিন যখন আপনি বাইরে থেকে দেখবেন কারণ আপনি সব কিছু জানবেন না পর্দার পেছনের জিনিস।
'কিছু জিনিস লুকায়িত থাকে কিন্তু বিশ্বাস করুন এখানে ভেতরগত রূপান্তর ইস্যু আছে, যদিও তারা বলে সেটা কোন ভূমিকা রাখে না। এখানে অবশ্যই রাজনিতিবিদদের চাপ রয়েছে, এটাই সত্যতা।'
ইংল্যান্ডে হতে যাওয়া এবারের বিশ্বকাপে ভালো কিছু করার সামর্থ্য নেই দক্ষিণ আফ্রিকার, অকপটে স্বীকার করেছেন দলটির সাবেক নির্বাচক স্ট্রাইডোম। এবারের আফ্রিকা দলে ম্যাচ জেতানোর মতো তেমন কোন ক্রিকেটার দেখছেন না তিনি।
'আমি মনে করি না আমাদের টুর্নামেন্টটি জেতার কোন সুযোগ আছে। এই দলে ল্যাঞ্চ ক্লুসনার, জাস্টিন কেম্প এবং অ্যালবি মরকেলের মতো ম্যাচ জেতানোর মতো পর্যাপ্ত ক্রিকেটার নেই,' বলেছেন ২০০৭ এবং ২০০৮ সালে আফ্রিকার নির্বাচকের দায়িত্ব পালন করা স্ট্রাইডোম।