সাকিব নয়, নবিকে দলে চান ভন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চেন্নাই সুপার কিংসের বিপক্ষে সানরাইজার্স হায়দ্রাবাদের সেরা একাদশে সাকিব আল হাসান কিংবা কেন উইলিয়ামসনকে নয়, আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবিকে চান ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন।
দলে ফিরে ব্যাট হাতে রান পাননি উইলিয়ামসন। দলের কম্বিনেশনের কারণে একাদশে জায়গা হচ্ছেন না বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। ফর্মে রয়েছেন হায়দ্রাবাদের দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং জনি বেয়ারস্টো।
লেগ স্পিনার রাশিদ খান দলের অন্যতম সদস্য। চেন্নাইকে থামাতে দলের চতুর্থ বিদেশি ক্রিকেটার হিসেবে হায়দ্রাবাদ দলে নবিকে চাইছেন ভন। ক্রিকবাজ লাইভে ভন বলেছেন,

'উইলিয়ামসন, সে দলের অধিনায়ক তাঁকে দলে রাখতে হবে। উদ্বোধনী জুটি খেলতে হবে তাদের (হায়দ্রাবাদ), যেহেতু এই বছর তাদের ইতিবাচক দিক এটি। রাশিদ খানকে দলে রাখতেই হবে। মোহাম্মদ নবির দুর্ভাগ্য, আপনি সাকিব আল হাসানকে পরখ করে দেখতেই পারছেন না। কিন্তু আমার মনে হয় মোহাম্মদ নবি অনেক চতুর একজন বোলার এবং ক্রিকেটারও বটে।
'এই ধরণের উইকেটে নবির মতো ক্রিকেটার খুবই গুরুত্বপূর্ণ। যদি হায়দ্রাবাদ জেতার জন্য মরিয়া হয়ে থাকে তাহলে আমি কেন উইলিয়ামসনকে বসিয়ে নবিকে একাদশে অন্তর্ভুক্ত করব। এই ম্যাচের জন্য হায়দ্রাবাদের সেরা এগারোতে নবি, রাশিদ এবং দুই ওপেনারকে রাখা প্রয়োজন, আমি মনে করি।'
দলে জায়গা পেয়ে নিজের সামর্থ্য দেখিয়েছেন নবি। এখন অবধি চারটি ম্যাচ খেলেছেন নবি। বল হাতে নিয়েছেন সাতটি উইকেট। দলের জয়ে অবদান রেখেছেন বড় অবদান। কিন্তু ইনজুরি থেকে ফিরে উইলিয়ামসনের দলে ফেরা নবির জন্য দুর্ভাগ্য হয়ে দাঁড়িয়েছে।
অপরদিকে, মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান। চার ওভার হাত ঘুরিয়ে ৪২ রান খরচায় ১ উইকেট নিয়েছিলেন তিনি। এরপর দলে জায়গা হ্যনি তাঁর।
ইনজুরির কারণে উইলিয়ামসন খেলার সুযোগ পেয়েছেন মাত্র ম্যাচে, যেখানে মাত্র ১৪ এবং ৩ রানের ইনিংস খেলেছেন হায়দ্রাবাদ অধিনায়ক।