promotional_ad

দক্ষিণ আফ্রিকার বোর্ডের বিরুদ্ধে মামলা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে অর্ধ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণের মামলা করেছেন গ্লোবাল টি-টুয়েন্টি লিগের একটি ফ্র্যাঞ্চাইজির মালিক। প্রিটোরিয়া মাভারিক্সের মালিক হীরেন ভানু এই ক্ষতিপূরণ দাবি করেছেন।


গত বছরের নভেম্বরে গ্লোবাল টি-টুয়েন্টি লিগের প্রথম আসর আয়োজনের কথা ছিল।  কিন্তু বিভিন্ন কারণ দেখিয়ে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড এই টুর্নামেন্টটি বাতিল ঘোষণা করে। 


promotional_ad

ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হন গ্লোবাল টি-টুয়েন্টি টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজি মালিকরা। বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজিকে কিছু ক্ষতিপূরণ দিয়েছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। তবে এই ক্ষতিপূরণে সন্তুষ্ট নন হীরেন ভানু।


"আমরা যে প্রচেষ্টা চালিয়েছি তার জন্য আমরা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে যাচ্ছি। কিছু লোককে তাদের খরচ দেওয়া হয়েছিল এবং তারা এতে খুশি। আমি এতে খুশি নই। আমরা আমাদের সময় ও প্রচেষ্টার জন্য ক্ষতিপূরণ চাই।"


এদিকে, ২০১৮ সালের সেপ্টেম্বরে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার পরিচালকরা লিগটি নতুন ভাবে আয়োজনের পক্ষে ভোট দেন। সপ্তাহখানিক পরে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড নতুন এক টি-টুয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দেয়।


যা চলতি বছর মাঠে গড়ায় এমজানসি লিগ নামে। এই টুর্নামেন্ট আয়োজনের ফলে গ্লোবাল টি-টুয়েন্টি লিগের মালিকরা অসন্তুষ্ট হন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের প্রতি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball