মধুর দ্বিধাদ্বন্দ্ব উপভোগ করছেন রোডস

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
তামিম ইকবাল, ইমরুল কায়েস এবং লিটন দাস, তিন ওপেনারের মধুর দ্বিধাদ্বন্দ্বে ভুগতে হবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে। দল নির্বাচনের ক্ষেত্রে এমন পরিস্থিতি ভালো লাগছে টাইগারদের প্রধান কোচ স্টিভ রোডসের।
এশিয়া কাপের ইনজুরির কারণে বহুদিন পর দলে ফেরা বাঁহাতি ওপেনার তামিম রয়েছেন ফর্মে। প্রস্তুতি ম্যাচে এসেই হাঁকিয়েছেন শতক। ইমরুল তো খেলছেন দুর্দান্ত, জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রমাণ করেছেন নিজেকে। পাশাপাশি লিটনও খেলছেন অসাধারণ, এশিয়া কাপের শতক এবং জিম্বাবুয়ের বিপক্ষে আশি ছাড়ানো ইনিংস তার প্রমাণ।

দলে কোয়ালিটি সম্পন্ন ক্রিকেটার থাকবে এবং তাঁদের মধ্যে চলবে প্রতিযোগিতা, বাংলাদেশ দলের এমন পরিস্থিতিই চেয়েছিলেন রোডস।
'বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের জন্য ওপেনার নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া অবশ্যই কঠিন হবে, তবে এক দিক দিয়ে এটা অসাধারণ ব্যাপারও। আমরা বাংলাদেশে ভালো কিছু ক্রিকেটারের জন্য হন্যে হয়ে ছিলাম আর এখন আমরা জানি আমাদের বেশ কয়েকজন আছে। ইমরুল জিম্বাবুয়ের সঙ্গে ৩৪৯ রান করেছিল, তামিমও ফর্মে ফিরেছে,' বৃহস্পতিবার বলেছিলেন রোডস।
'লিটনও ৮০ ছাড়ানো একটা ইনিংস খেলেছিল, এশিয়া কাপ ফাইনালের সেঞ্চুরি তো বেশিদিন আগের কথা নয়। সৌম্য তিন নম্বরে নেমে সেঞ্চুরি করেছে, আজও করেছে। এটা একটা স্বাস্থ্যকর প্রতিযোগিতা,' যোগ করেছিলেন তিনি।
দলের এমন পরিস্থিতিতে একাদশ নিয়ে কিছুই বলতে চাননা প্রধান কোচ। সরাসরি বলেছিলেন, 'আমি একাদশ জানি না, আমার কাছে জানতে চাইবেন না।'