ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট লড়াই শুরু বৃহস্পতিবার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ৪ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াচ্ছে বৃহস্পতিবার। অ্যাডিলেড ওভালে বাংলাদেশ সময় সকাল ৬ টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
সিরিজ শুরুর আগে পরিসংখ্যান অজিদের হয়েই কথা বলছে। অস্ট্রেলিয়ার মাটিতে খেলা ৪৪টি টেস্টের মধ্যে মাত্র ৫টিতে জয়ের দেখা পেয়েছে ভারত। গত ৭০ বছরে ১১টি সফরে মাত্র ২টি সিরিজ ড্র করতে সক্ষম হয়েছে ভারত।
এদিকে, ম্যাচের আগেই দুই দলেরই একাদশ অনেকটাই নিশ্চিত। অস্ট্রেলিয়ার একাদশে অল-রাউন্ডার মিচেল মার্শের বদলে জায়গা পেয়েছেন পিটার হ্যান্ডসকম্ব।
অ্যারন ফিঞ্চের সঙ্গে অস্ট্রেলিয়ার ব্যাটিং ওপেন করবেন মার্কাস হ্যারিস। এই ম্যাচ দিয়েই ব্যাগি গ্রিন মাথায় উঠছে এই ভিক্টোরিয়ার হয়ে খেলা এই ওপেনারের। অস্ট্রেলিয়ার ৪৫৬তম ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেক হবে তাঁর।

ম্যাচের আগে ভারত তাদের ১২ সদস্যের সংক্ষিপ্ত স্কোয়াড ঘোষণা করেছে। পৃথ্বী শ’র ইনজুরির কারণে এই টেস্টে ইনিংস ওপেনিংয়ের দায়িত্ব থাকছে মুরালি বিজয় আর লোকেশ রাহুল???র ওপর।
ভারতের হয়ে ওয়ানডাউনে নামবেন চেতেশ্বর পুজারা। চারে ভিরাট কোহলি নিশ্চিত। তবে রোহিত শর্মা, আজিঙ্কা রাহানে এবং হনুমা বিহারী এই তিন জনের মধ্যে থেকে যেকোনো একজন সাইড লাইনে বসে থাকবেন।
উইকেটরক্ষক ঋষাভ পান্টের সাথে রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা এবং জসপ্রিত বুমরাহর ভারতের একাদশে থাকা প্রায় নিশ্চিত। দুই দলই ব্যাটিং ও বোলিং উভয় দিক সমন্বয় করেই মাঠের লড়াইয়ে নামতে প্রস্তুত।
অস্ট্রেলিয়া একাদশঃ
মার্কাস হ্যারিস, অ্যারন ফিঞ্চ, উসমান খাজা, শন মার্শ, পিটার হ্যান্ডসকম্ব, ট্রাভিস হেড, টিম পেইন (অধিনায়ক/উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, ন্যাথান লায়ন, জশ হ্যাজলউড (সহ-অধিনায়ক)।
ভারত স্কোয়াডঃ
মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, আজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, রিশাভ পান্ত, রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা, জসপ্রিত বুমরাহ।