রাহানের চোখে 'ফেভারিট' অস্ট্রেলিয়া

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
ভারত থেকে অস্ট্রেলিয়া এগিয়ে, সিরিজ জয়ে ফেবারিটও তাঁরা। বর্তমান অস্ট্রেলিয়া দলকে নিয়ে এমন মন্তব্য করেছেন ভারতীয় সহ অধিনায়ক আজিঙ্কা রাহানে। ক্রিকেট বিশ্বে দুর্বল হয়ে পড়া অজিদের এখনও সহজ ভাবে নিচ্ছেন না রাহানে।
দক্ষিণ আফ্রিকায় বল টেম্পারিং কাণ্ডে অজি অধিনায়ক স্টিভ স্মিথ এবং সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার নিষিদ্ধ হন। এই ঘটনার পর অস্ট্রেলিয়ান ক্রিকেটের ওপর দিয়ে ঝড় বয়ে গেছে। এখনও ঘুরে দাঁড়াতে পারছে না তাঁরা।

কিন্তু তবুও অজিদের মাটিতে তাঁদের বিপক্ষে জয়ী সহজ নয় মনে করছেন রাহানে। কারণ স্মিথ-ওয়ার্নার ছাড়া বর্তমান অস্ট্রেলিয়া দলও অনেক শক্তিশালী তাঁর নজরে।
'আমি মনে করি অস্ট্রেলিয়া এখনও ফেভারিট এই সিরিজ জেতার জন্য। হ্যাঁ, তাঁদের স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার নেই কিন্তু আমি মনে করি না তাঁরা এত সহজে জয়ী হওয়া সম্ভব। অবশ্যই স্মিথ এবং ওয়ার্নার বিশ্বমানের ক্রিকেটার, আমি তাঁদের সম্পর্কে তেমন কিছু বলতে চাচ্ছি না।
'কিন্তু নিজেদের দিনে যে কোন কেউ ভালো করার সামর্থ্য রাখে। উসমান খাওয়াজাও ভয়ংকর এবং তাঁরা জানে তাঁদের উইকেট কি রকম আচরণ করে। আমি অস্ট্রেলিয়াকে খাটো করে দেখছি না। তাঁদের ব্যাটসম্যানরা হয়ত ওতটা অভিজ্ঞ নয় কিন্তু আমি মনে করি তাঁরা সকলে ভায়ানক,' বলেছিলেন ভারতের হয়ে ৫২ টেস্ট খেলা রাহানে।
পাশাপাশি মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, প্যাট কামিন্সদের নিয়ে শক্তিশালী বোলিং লাইন আপ রয়েছে অস্ট্রেলিয়ার। যা তাঁদেরকে এক ধাপ এগিয়ে দিয়েছে বলে বিশ্বাস রাহানের।
'তাঁদের বোলিং আক্রমণ অনেক শক্তিশালী। আমি মনে করি আপনাকে টেস্ট সিরিজ এবং টেস্ট ম্যাচ জিততে হলেও অবশ্যই শক্তিশালী বোলিং আক্রমণ সাজাতে হবে।'