promotional_ad

শিরোপার লড়াইয়ে মুখোমুখি অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে রবিবার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ম্যাচটি অনুষ্ঠিত হবে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে। বাংলাদেশ সময় সকাল ৬ টায় ম্যাচটি মাঠে গড়াবে।


বৃহস্পতিবার রাতে দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। আর আগের দিন প্রথম সেমিফাইনালে স্বাগতিক উইন্ডিজকে ৭১ রানে হারায় অস্ট্রেলিয়া।


উইন্ডিজের বিপক্ষে প্রথম সেমিফাইনালে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারি??ে ১৪২ রান তুলেছিল অজি মেয়েরা। জবাবে ব্যাট করতে নেমে অর্ধেক রান করতে পারে ক্যারিবিয়ান নারীরা।


promotional_ad

মাত্র ৭১ রানে অলআউট হয়ে যায় তারা। অস্ট্রেলিয়া জয় পায় ৭১ রানে। অস্ট্রেলিয়ার হয়ে এলিসা হেলি ৪৬ রান করেন। মেঘ ল্যানিং করেন ৩১ রান। জবাবে ব্যাট করতে নামা উইন্ডিজের কেউ ২০ রানের কোটা পেরোতে পারেননি।


দলটির হয়ে স্টেফানি টেইলর করেন সর্বোচ্চ ১৬ রান। অজিদের হয়ে এলিসা পেরি ২ রানে নেন ২ উইকেট। এছাড়া গার্ডনার ২০ রানে দখল করেন ২ উইকেট।


এদিকে, দ্বিতীয় সেমিফাইনালে ভারত প্রথমে ব্যাট করে ইংল্যান্ডের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারের তিন বল বাকি থাকতেই ১১২ রানে অলআউট হয়ে যায়। এই রান তাড়া করতে মোটেই বেগ পেতে হয়নি ইংল্যান্ডের।


তারা ১৭ বল হাতে থাকতে ৮ উইকেটের জয় তুলে নেয়। ইংল্যান্ডের হয়ে এ্যামি জোনস ৫৩, নাতালি করেন ৫২ রান। ভারতের হয়ে স্মৃতি মান্দনা ৩৪ এবং রদ্রিগেজ করেন ২৬ রান। নারী টি২০ বিশ্বকাপ ফাইনালে এ নিয়ে তৃতীয়বার মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।


আগের দুইবারই জিতেছে অস্ট্রেলিয়া। ফলে পরিসংখানে এগিয়ে থেকেই মাঠে নামবে অজি মেয়েরা। নারী বিশ্বকাপের আসরের সর্বাধিক তিনবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে অজি মেয়েরা।


এবার চতুর্থবারের মতো এই টুর্নামেন্টের শিরোপা নিজেদের ঘরে তোলার হাতছানি অজিদের সামনে। ২০০৯ সালের প্রথম আসরের শিরোপা জিতেছিল ইংল্যান্ড। এবারের ফাইনালের আগে সেই ফাইনালই অনুপ্রেরণা ইংল্যান্ড নারী দলের। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball