হ্যাট্রিকে তাইজুলের রেকর্ড

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
টানা তিন ইনিংসে পাঁচ উইকেট নেয়ার গৌরব অর্জন করলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। সিলেট টেস্টের প্রথম ইনিংসে ছয় উইকেটের পর দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি।
এবার ঢাকা টেস্টের প্রথম ইনিংসেও জিম্বাবুয়ের ত্রাস সেই তাইজুল। ম্যাচের তৃতীয় দিন পাঁচ উইকেট পূর্ণ করেন তিনি।

তাইজুলের আগে পর পর তিন ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন এনামুল হক জুনিয়র ও সাকিব আল হাসান।
জিম্বাবুয়ের বিপক্ষে ২০০৫ সালে প্রথম বাংলাদেশি হিসেবে হ্যাট্রিক পাঁচ উইকেট নিয়েছিলেন এনামুল।
২০০৮ সালে এসে এনামুল হকের সাথে যোগ দেন সাকিব। দক্ষিণ আফ্রিকা সফরে ব্লুমফন্টেইন টেস্টে পাঁচ উইকেট ও সেঞ্চুরিয়ান টেস্টে ছয় উইকেট নেন তিনি।
এরপরের টেস্টে ঢাকার মাঠে এসে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ উইকেট শিকার করেন সাকিব।