শেষ টি-টুয়েন্টির সম্ভাব্য একাদশ

ছবি:

সিলেটে তামিম ইকবাল খেলবেন তো? মিরপুরে রান বন্যার প্রথম টি-টুয়েন্টিতে এই ড্যাশিং ওপেনারকে ছাড়াই দুইশর কাছাকাছি রান করেছিল বাংলাদেশ। তার জায়গায় সৌম্য সরকারকে সঙ্গ দিয়েছেন তরুন জাকির হাসান।
বেশি রান করতে না পারলেও প্রথম উইকেটে সৌম্যর সাথে অর্ধশত রানের জুটি গড়েছেন তিনি। তবে পেশির চোট সেরে গেলে তামিমের জন্য জাকিরকে জায়গা ছাড়তে হতে পারে।
যদিও তামিমের খেলার বিষয়টি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। ব্যাটিং অর্ডারে ওপেনিং পজিশন ছাড়া তেমন কোন পরিবর্তন আসার কথা না। তিন নম্বরে প্রথমবারের মত দারুন ব্যাট করতে নেমে দারুন ব্যাটিং করেছেন মুশফিক।
মাহমুদউল্লাহ রিয়াদের সাথে সাব্বির রহমান, আফিফ হোসেন ও আরিফুল হকরা মিডেল অর্ডারের দায়িত্ব সামলাবে। ঢাকায় বোলিং আক্রমন ব্যর্থ হলেও বড় পরিবর্তনের সম্ভাবনা ক্ষীণ।

মোহাম্মদ সাইফুদ্দিনের জায়গায় রাহি কিংবা রনির সুযোগ হতে পারে। ঢাকায় প্রথম টি-টিয়েন্টিতে বাজে দিন গেলেও রুবেল ও মুস্তাফিজের বিকল্প নেই। স্পিনারদের মধ্যে সফল ছিলেন নাজমুল ইসলাম।
সিলেটেও বাংলাদেশ দলের স্পিন বিভাগের নেতা হিসেবে থাকবেন এই বাঁহাতি স্পিনার। অন্যদিকে লঙ্কান ক্যাম্পে পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। ব্যাটসম্যানরা অবিশ্বাস্য ফর্মে থাকায় দলে পরিবর্তন আনার সম্ভাবনা কম।
শ্রীলংকার সম্ভাব্য একাদশঃ
নিরোশান ডিকওয়েলা, উপুল থারাঙ্গা, দিনেশ চান্দিমাল (অধিনায়ক), কুশাল মেন্ডিস, জীবন মেন্ডিস, দানুস্কা গুনাথিলাকা, থিসারা পেরেরা, দাসুন শানাকা, আকিলা ধনঞ্জায়া, এস মাধুসাংকা, ঈশুর উদানা।
বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ
তামিম ইকবাল/জাকির হোসেন, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, আফিফ হোসেন, আরিফুল হক, মোহাম্মদ সাইফউদ্দিন/আবু জায়েদ রাহি/ আবু হায়দার রনি, নাজমুল ইসলাম অপু, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।