সাইফ-মুস্তাফিজদের গুনাথিলাকার ধন্যবাদ

ছবি:

প্রথম টি-টুয়েন্টিতে হারের পর সংবাদ সম্মেলনে এসে টাইগার কাপ্তান মাহমুদুল্লাহ রিয়াদ জানিয়েছিলেন যে তাদের বোলাররা জায়গা মত ভালো বোলিং করতে পারেনি যেকারণে শ্রীলংকা সহজেই ম্যাচ জিতে নিয়েছে।
মাহমুদুল্লাহ'র মত সংবাদ সম্মেলনে এসে লঙ্কান ব্যাটসম্যান দানুস্কা গুনাথিলাকাও একই কথা বললেন। তবে একটু ঘুরিয়ে ফিরিয়ে। লঙ্কান এই ব্যাটসম্যান মনে করেন, এমন উইকেটে ব্যাট করার কাজটা ছিল খুব সহজের।
তবে বাংলাদেশ দলের বোলাররা নিয়ন্ত্রিত বোলিং করেনি বলেই তারা সহজেই এতো বড় লক্ষ্য তাড়া করতে সক্ষম হয়েছেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে গুনাঠিলাকা বলেন,

'এই উইকেটে ব্যাটিং করা খুব কঠিন ছিলনা। এছাড়াও তাদের বোলাররা নিয়ন্ত্রিত বোলিং করতে পারেনি। যেটা আমাদের কাজটা সহজ করে দিয়েছে।'
গুনাথিলাকা আরো বলেন, 'আমাদের ব্যাটসম্যানরা খুব ভালো ব্যাট করেছে। আর আমরা শুরু থেকেই তাদের উপর চাপ সৃষ্টি করে খেলার চেষ্টা করেছি কারণ লক্ষ্যটা বড় ছিল। তাই শুরু থেকেই তাদের চাপে রাখার চেষ্টা করেছি।'
এদিকে লঙ্কানরা জানতো যে এই উইকেটে নিজেদের মান মতো খেলতে পারলেই সহজেই তারা লক্ষ্যে পৌঁছে যাবেন। বাঁহাতি এই ব্যাটসম্যানের ভাষায়,
'উইকেট খুবই ভালো ছিলো, বলতে গেলে ব্যাটিং বান্ধব। আমরা জানতাম যদি নিজেদের মান মতোএবং বেসিক ঠিক রেখে খেলতে পারলে এই রান তাড়া করা কঠিন হবেনা।'