সৌম্যর রুদ্রমূর্তি দেখছে শ্রীলঙ্কা

ছবি:

বাংলাদেশঃ ৪৭/০, সৌম্যঃ ৩১ (১৪)*, জাকিরঃ ১০*।
ওভারঃ ৩.৪
উড়ন্ত বাংলাদেশঃ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টুয়েন্টি ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে ভয়ঙ্কর রূপ ধারন করে বাংলাদেশ। দুই ওপেনার সৌম্য সরকার ও অভিষিক্ত জাকির হাসান প্রথম বল থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে লঙ্কানদের চাপে ফেলে।
ইনিংসের প্রথম ওভারেই মাধুসাংকার বলে দুইবার বাউন্ডারির দেখা পান সৌম্য। পিছিয়ে ছিলেন না জাকিরও। এক ওভারেই ১৭ রান তুলে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেয় এই দুই বাঁহাতি। একই ধারা বজায় রেখে লঙ্কান বোলারদের চাপে ফেলে বাংলাদেশ।

বিশেষ করে ভয়ঙ্কর হয়ে ওঠা সৌম্যর রুদ্রমূর্তি দেখে লঙ্কানরা।
শ্রীলংকা একাদশঃ
নিরোশান ডিকওয়েলা, উপুল থারাঙ্গা, দিনেশ চান্দিমাল (অধিনায়ক), কুশাল মেন্ডিস, জীবন মেন্ডিস, দানুস্কা গুনাথিলাকা, থিসারা পেরেরা 8, দাসুন শানাকা, আকিলা ধনঞ্জায়া, এস মাধুসাংকা, ঈশুর উদানা।
বাংলাদেশ একাদশঃ
জাকির হোসেন, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, আফিফ হোসেন, আরিফুল হক, মোহাম্মদ সাইফউদ্দিন, নাজমুল ইসলাম অপু, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।