বাংলাদেশের ফিফটি

আন্তর্জাতিক
বাংলাদেশের ফিফটি
Author photo
জুবাইর
· ১ মিনিট পড়া

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৫৯/০ (১২) তামিম ৪৩* ইমরুল*১৫।

টস ভাগ্যঃ

চিটাগং টেস্টের উইকেট স্পিনারদের হয়ে কথা বলবে। ম্যাচ শুরুর আগে দুই অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ও দীনেশ চান্দিমাল একই কথা বলেছিলেন। যতই দিন গড়াতে উইকেটে ততই স্পিন ধরবে। এমন উইকেটে প্রথম ইনিংসের রান মহামূল্যবান বিধায় টসে জিতে ব্যাটিং নিতে দ্বিতীয় চিন্তা করতে হয়নি রিয়াদকে।

স্পিন বলে চিটাগং টেস্টের মূল শক্তি, সেরা একাদশ নির্বাচনেও তারই প্রতিফলন দেখা গেল। বাংলাদেশের দশম টেস্ট অধিনায়ক মাহমুদুল্লাহ তার প্রথম টেস্টে তিন স্পিনার ও এক পেসার নিয়ে দল সাজান।

ব্যাটিংয়ে শুভ সূচনাঃ

ব্যাট করতে নেমে শুরুটা দারুন করেছেন বাংলাদেশ দলের দুই ওপেনার তামিম ইকবাল এবং ইমরুল কায়েস। ম্যাচের দ্বিতীয় ওভারেই ব্যাটের মাঝখান খুঁজে পান তামিম। লাহিরু কুমারাকে হ্যাট্রিক বাউন্ডারিও হাঁকান এই ওপেনার। লাকমল ও কুমারার পেস বেশ উপভোগ করছিলেন ইমরুলও। ইনিংসের শুরুতে বাউন্ডারির দেখা পান তিনিও। শেষ পর্যন্ত ইনিংসের অষ্টম ওভারেই স্পিনার আনতে বাধ্য হন চান্দিমাল। 

অফ স্পিনার দিলরুয়ান পেরেরাকে ব্যবহার করতে ব্রেক থ্রু আনতে চেয়েছিলেন তিনি। কিন্তু তামিম প্রথম ওভারেই পেরেরার অফ স্পিনকে স্টেপ আউট করে কাভার বাউন্ডারিতে পাঠান। পরের ওভারে ফের ক্রিজ ছেড়ে খেলেন তামিম। এবার বোলারের মাথার উপর দিয়ে ছয় হাঁকিয়ে দশম ওভারেই বাংলাদেশের ফিফটি পূর্ণ করেন তামিম।

বাংলাদেশ একাদশ-  তামিম ইকবাল, ইমরুল কায়েস, কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক),মমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, সানজামুল ইসলাম।

শ্রীলঙ্কা একাদশ-  দিমুথ করুনারত্নে, ধনঞ্জয় দে সিলভা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিলেল (অধিনায়ক), নিরোশান ডিকওয়েলা (উইকেট রক্ষক), রোশান সিলভা, দিলরুয়ান পেরেরা, রঙ্গনা হেরাথ, সুরঙ্গ লাকমাল, লক্ষন সন্দাকান, লাহিরু কুমারা।

আরো পড়ুন: this topic