ফাইনালের জন্য অনেককিছু জমিয়ে রেখেছিঃ চান্দিমাল

আন্তর্জাতিক
ফাইনালের জন্য অনেককিছু জমিয়ে রেখেছিঃ চান্দিমাল
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

সিরিজের শুরুর দিকে খারাপ শুরু করলেও ফেভারিটের তকমা নিয়েই ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। আর শনিবারের ফাইনালের আগের দিন লঙ্কানদের ভারপ্রাপ্ত অধিনায়ক জানিয়েছেন ফাইনালে বাংলাদেশকে চমকে দেওয়ার অনেক কিছুই আছে তার দলে! 

দিনেশ চান্দিমালের ভাষায়, "আমাদের শুধু প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। তাতেই ভালো ফল আসবে। আমাদের ভাণ্ডারে আরো কিছু কিন্তু আছে কালকের জন্য। আর সেটা যদি প্রয়োগ করতে পারি, আমি নিশ্চিত আমরা ভালো ফল পেতেই পারি।"

তবে বৃহস্পতিবারের ম্যাচে বাংলাদেশ দলকে ৮২ রানে অলআউট করতে পারায় কিছুটা আত্মবিশ্বাসী তিনি। নিজের দলের ক্রিকেটারদেরই কৃতিত্ব দিচ্ছেন লঙ্কান অধিনায়ক। তবে কোচের কাজকেও ছোটো করে দেখছেন না।

"জয় সব সময়ই আপনাকে সামনে এগিয়ে যেতে আত্মবিশ্বাসী করবে। আপনার যদি ভালো কোচ থাকে এবং ভালো ক্রিকেটার না থাকে, তবে কখনোই ভালো ফল পাবেন না। 

"কিন্তু আপনার যদি ভালো ক্রিকেটারের সঙ্গে খারাপ কোচ থাকে তাহলেও আপনি ভালো ফল করতে পারবেন না। এখন আমরা দু'টির মিশ্রণেই আছি এবং আশাকরি আগামীকাল ভালো কিছু করবো।"

আরো পড়ুন: this topic