শ্রীলঙ্কার ঘুরে দাঁড়ানোয় অবাক হননি মাশরাফি

আন্তর্জাতিক
শ্রীলঙ্কার ঘুরে দাঁড়ানোয় অবাক হননি মাশরাফি
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে হবে বলেই কিছুটা চিন্তিত টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বিশেষ করে বৃহস্পতিবার ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে লঙ্কানদের কাছে হারের পর এই চিন্তা আরও বেড়েছে তাদের। 

যদিও শ্রীলংকার ঘুরে দাঁড়ানোয় অবাক হননি টাইগার ক্রিকেটাররা। বরঞ্চ এমনটা প্রত্যাশিতই ছিল মাশরাফিদের কাছে। সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের প্রতি এমন বিশ্বাস থাকার কারণটাও জানিয়েছেন মাশরাফি। শুক্রবার সাংবাদিক সম্মেলনে জানান,

"শ্রীলঙ্কা দল অবশ্যই জিম্বাবুয়ে থেকে আরও বেশি পেশাদার এবং তাদের ইতিহাস আরও সমৃদ্ধ। আমি মনে করি শ্রীলঙ্কা যেটা করেছে তাদের দিক থেকে... আমাদের দিক একসেপ্টেবল ছিল। আমাদের হারের ধরন নিয়ে বলছি না। কিন্তু তারা ঘুরে দাঁড়াতে পারে আমরা জানতাম। 

"তাদের কিছু প্লেয়ার আছে যারা বিশ্বকাপ ফাইনালও খেলেছে। তাদের থেকে আপনি এক্সপেক্ট করবেন যেকোন পরিস্থিতিতে তারা ভাল খেলতে পারে। যেটা হয়তো আমাদের দলে অনেকের ১০-১২ বছর খেলার পরও ওই অভিজ্ঞতা নাই। ওদের দলে অবশ্যই ম্যাচ উইনার আছে।" 

তবে ত্রিদেশীয় সিরিজের প্রথম তিন ম্যাচের মতো স্বাগতিক সুবিধা নিয়ে তাদের হারাতে চান মাশরাফি। "কালকের আগে শেষ তিন ম্যাচে আমরা হোম এডভান্টিজ নিয়ে খেলতে পেরেছি। আমি চাইব যে ফাইনালে এই সুবিধাটা আরও মেক্সিমাইজ করতে পারি।"

আর তাই ইতিবাচক থাকাটাকেই গুরুত্ব দিচ্ছেন তিনি। "৮০রানে অলআউট হবার পর আমি যদি ভাবি যে কালকেও দেড়শো রানে অলআউট হবো, তাহলে তো আসলে আমরা যে পরের ধাপে যেতে চাচ্ছি, সেটা থেকে কিন্তু অনেক দূরে চলে যাবো। তাই আমি মনে করি যে ইতিবাচক চিন্তা করাই উচিত।"

আরো পড়ুন: this topic