ম্যাচের 'শুরু' নিয়ে চিন্তিত মাশরাফি

আন্তর্জাতিক
ম্যাচের 'শুরু' নিয়ে চিন্তিত মাশরাফি
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

ত্রিদেশীয় সিরিজের বৃহস্পতিবারের ম্যাচে মাত্র ৮২ রানেই অলআউট; তাই হটাত করেই আসরের ফাইনাল ম্যাচটি কঠিন হয়ে গিয়েছে টাইগারদের জন্য। 

তবে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা মনে করেন, শনিবারের ফাইনালের শুরুটাই বলে দেবে সব। ভুলের পুনরাবৃতি হোক এমনটা কোনোভাবে চান না তিনি। ম্যাচের আগের দিন শুক্রবার সাংবাদিক সম্মেলনে মাশরাফি জানান, 

"ওয়ানডে ম্যাচে যেটা হয় আপনাকে কম্ফোর্টেবল জোনে রান নিয়ে যেতে হয়। বোলিং করলে সেটাও কম্ফোর্টেবল জোনে রাখতে হয়। কালকে যেটা হইছে সেটা তো অপ্রত্যাশিত। ৮০ রান আপনি প্রত্যাশাই করতে পারেন না। আমরা চাই একটি স্বস্তির জায়গায় থাকতে। 

"অন্তত যে ফাইট করা যায়। সেই জায়গায় থাকলে আমরা ভাল খেলতে পারব। সব নির্ভর করছে আমরা শুরুটা কেমন করি। যেহেতু ওরা কাল শুরুতে আর্লি উইকেট পেয়েছে, রান আউট হয়েছে। রান আউট অনেক বড় ফ্যাক্টর ছিল। আমরা চাই না যে কাল এই জিনিসগুলা হোক।"

তবে বৃহস্পতিবারের ম্যাচটিকে একদিক থেকে ভালোভাবেই নিচ্ছেন মাশরাফি। ভুল থেকে শিক্ষা গ্রহন করতে চায় তার দল। শনিবারের ফাইনাল নিয়ে তাই একটু বেশিই সতর্ক তিনি।

"একটা এক্সিডেন্ট গিয়েছে, হুইচ ইজ গুড। আমার মনে হয় যে এটা আমাদেরকে এটলিস্ট ওই ফিলিংটা দেবে যে, খারাপ সময়ে আমাদের কি করা উচিত ছিল, ওই ভুলগুলা আমাদের শোধরানো দরকার।" 

আর এজন্য ইতিবাচক থাকাটাকেই গুরুত্বপূর্ণ মনে করছেন টাইগারদের ওয়ানডে দলের অধিনায়ক। "ইতিবাচক চিন্তা করাটাই দরকার। কালকের ম্যাচটা আমরায় যা করতে চাই, সেটার অন্তত কাছাকাছি যেন যেতে পারি।"

আরো পড়ুন: this topic