ওয়ানডে বোলিংয়ে বিশ্বসেরা মাশরাফির বাংলাদেশ

আন্তর্জাতিক
ওয়ানডে বোলিংয়ে বিশ্বসেরা মাশরাফির বাংলাদেশ
Author photo
জুবাইর
· ১ মিনিট পড়া

২০১৫ সালের পর থেকেই ওয়ানডে ক্রিকেটে সেরা পাঁচ দলের একটিতে পরিনত হয়েছে বাংলাদেশ দল। জয় পরাজয়ের অনুপাতে অস্ট্রেলিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকেও এগিয়ে আছে মাশরাফির বাংলাদেশ দল।

তবে এই সময়টায় সবাইকে ছাড়িয়ে গেছে ইয়ন মরগানের ইংল্যান্ড। পনেরোর বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে ইংলিশরা। এর পর থেকে নিজেদের মানসিকতায় আমুল পরিবর্তন এনেছে ইংলিশরা।

সদা আক্রমণাত্মক ক্রিকেট খেলে ওয়ানডের সেরা দলে পরিনত হয়েছে মরগানরা। জয় পরাজয়ের অনুপাতে সবাইকে ছাড়িয়ে শীর্ষে (২.৪৭) অবস্থান ইংল্যান্ডের। অনেকটা পিছিয়ে থেকে দ্বিতীয়তে (১.৮৯) আছে কোহলির ভারত।

দক্ষিণ আফ্রিকা (১.৮৮) ও নিউজিল্যান্ড (১.৫০) আছেন তৃতীয় ও চতুর্থ অবস্থানে। পঞ্চম স্থান ধরে রেখে মাশরাফি বিন মুর্তজার বাংলাদেশ দল। ২০১৫ সাল থেকে বাংলাদেশের জয় পরাজয়ের অনুপাত (১.২৫)। অন??কটা পিছিয়ে ছয়ে অবস্থান অস্ট্রেলিয়ার (১.০৮)। 

জয় পরাজয়ের অনুপাতে সেরা পাঁচে থাকলেও ব্যাটিংয়ের দিক থেকে বেশ পিছিয়ে বাংলাদেশ। ২০১৫ সাল থেকে ওভার প্রতি গড়ে ৫.৩৮ রান করে নিয়েছে বাংলাদেশি ব্যাটসম্যানরা, যা বাকি দল গুলো থেকে অনেক পিছিয়ে। 

শীর্ষে থাকা ইংল্যান্ড ওভার প্রতি ৬.২৯ রান রেটে খেলে আসছে। ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড ওভার প্রতি সাড়ে পাঁচের উপর রান রেট বজায় রেখেছে। যেখানে বাংলাদেশ অনেকটাই পিছিয়ে। 

তবে বোলিংয়ের দিক থেকে অনেকের চেয়ে এগিয়ে বাংলাদেশ। মিতব্যয়ী বোলিংয়ে ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা থেকেও এগিয়ে মাশরাফিরা। ২০১৫ সালের পর থেকে বাংলাদেশি বোলারদের ওভার প্রতি ইকনমি রেট মাত্র ৫.২৯। 

মিতব্যয়ী বোলিংয়ে দ্বিতীয় সেরা ভারতীয় বোলাররা (ইকনমি রেট মাত্র ৫.৩৬)। দক্ষিণ আফ্রিকা (৫.৪৬), নিউজিল্যান্ড (৫.৫৫) ও অস্ট্রেলিয়ার (৫.৬২) অবস্থান বাংলাদেশ ও ভারতের পরেই। খরুচে বোলিংয়ের শীর্ষে আছে ইংল্যান্ড। মরগানের ইংল্যান্ড দলের ইকনমি রেট ৫.৭৩।

সূত্রঃ ক্রিকইনফো

আরো পড়ুন: this topic