নাওয়াজের হ্যাটট্রিকে আফগানদের গুঁড়িয়ে শিরোপা জিতল পাকিস্তান

আন্তর্জাতিক
নাওয়াজের হ্যাটট্রিকে আফগানদের গুঁড়িয়ে শিরোপা জিতল পাকিস্তান
উইকেটের পর পাকিস্তানের উল্লাস, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
শারজাহর ধীরগতির উইকেটে স্পিনারদের রাজত্বে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের শিরোপা জিতেছে পাকিস্তান। রোববার ফাইনালে আফগানিস্তানকে ৭৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা। স্পিনার মোহাম্মদ নাওয়াজের হ্যাটট্রিকে মাত্র ৬৬ রানে অল আউট হয়েছে আফগানিস্তান।

টস জিতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান শুরুটা ভালো করতে পারেনি। তবে মাঝের ও শেষের দিকে কিছু কার্যকর ইনিংসের উপর ভর করে ২০ ওভারে ৭ উইকেটে ১৪১ রান তোলে সালমান আলী আঘার দল। পরে বোলিংয়ে আফগানদের ইনিংস থামে ১৫.২ ওভারে।

ম্যাচের নায়ক মোহাম্মদ নাওয়াজ। টি-টোয়েন্টিতে প্রথমবার ৫ উইকেট নেওয়ার পাশাপাশি নিজের ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকও করেন তিনি। চার ওভারে একটি মেডেনসহ মাত্র ১৯ রানে পাঁচ উইকেট নেন এই বাঁহাতি স্পিনার। ব্যাট হাতেও করেন ২৫ রান।

পঞ্চম ওভারে আবরার আহমেদ তুলে নেন সেদিকউল্লাহ আটালের উইকেট। পরের ওভারে নাওয়াজ বোলিংয়ে এসে পরপর দুই বলে ফেরান দারউইশ রাসুলি ও আজমতউল্লাহ ওমরজাইকে। নিজের পরের ওভারে প্রথম বলে স্টাম্পিংয়ের শিকার হন ইব্রাহিম জাদরান। পূর্ণ হয় তার হ্যাটট্রিক।

পাকিস্তানের তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করলেন নাওয়াজ। এর আগে এই কীর্তি ছিল ফাহিম আশরাফ (২০১৭) ও মোহাম্মদ হাসনাইনের (২০১৯)। আগের সেরা বোলিং ছিল তার পাঁচ রান খরচায় তিন উইকেট।

১৪২ রানের লক্ষ্যে আফগানিস্তানের ব্যাটিং শুরু হয় দুঃস্বপ্ন দিয়ে। প্রথম ওভারেই শাহীন শাহ আফ্রিদির বলে আউট হন রহমানউল্লাহ গুরবাজ (৫)। এরপর ৯টি উইকেটই নিয়েছেন স্পিনাররা। ৩২ রানে ছয় উইকেট হারিয়ে ফেলার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি আফগানরা।

মোহাম্মদ নবি ১০ বলে করেন ৩ রান। রশিদ খানকে আউট করে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন নাওয়াজ। শেষ দুই উইকেট তুলে নিয়ে আফগানদের ইনিংস গুটিয়ে দেন বাঁহাতি রিস্ট স্পিনার সুফিয়ান মুকিম।

পাকিস্তানের ব্যাটিং শুরু হয় উইকেট পতনে। এক রানে প্রথম উইকেট হারানোর পর সাইম আইয়ুব ও ফখর জামানের জুটি কিছুটা স্বস্তি দেয়। তবে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে দল। শেষদিকে সালমান, নাওয়াজ ও ফাহিমের ছোট ছোট ইনিংসই ম্যাচের পার্থক্য গড়ে দেয়।

শাহিবজাদা ফারহান শুন্য রানে আউট হলেও সাইম ১৭, ফখর ২৭, সালমান ২৪, হাসান নওয়াজ ১৫ ও মোহাম্মদ হারিস দুই রান করেন। আফগানদের হয়ে ৩৮ রান খরচায় তিন উইকেট নেন রশিদ। দুটি করে উইকেট নেন ফজলহক ফারুকি এবং নুর আহমেদ।

আরো পড়ুন: পাকিস্তান