এশিয়া কাপে খেলবেন সূর্যকুমার, খেলতে আগ্রহী বুমরাহও

ছবি: জসপ্রিত বুমরাহ ও সূর্যকুমার যাদব, ফাইল ফটো

একইসঙ্গে ফিটনেস পরীক্ষায় উতরে গিয়ে দলে ফেরার সম্ভাবনা জোরালো করেছেন ভারতের টি-টোয়েন্টির অধিনায়ক সূর্যকুমার যাদব। ভারতের এশিয়া কাপ দল বেছে নেয়া হবে আগামী ১৯ আগস্ট।
ফিটনেস পরীক্ষা দেবেন হার্দিক, দুশ্চিন্তায় সূর্যকুমারও
১১ আগস্ট ২৫
এর আগেই বুমরাহ নিজের অবস্থান পরিষ্কার করেছেন। এক বোর্ড কর্তা ভারতের গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, 'এশিয়া কাপে তাকে পাওয়া যাবে বলে নির্বাচকদের ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে বুমরাহ। পরের সপ্তাহে বৈঠকে বসে দল বেছে নেবেন নির্বাচকেরা।'
ইংল্যান্ড সফরে প্রথম, তৃতীয় ও চতুর্থ টেস্টে খেলেছিলেন বুমরাহ। এই তিনটির মধ্যে ভারত হেরেছে দুটিতে, ড্র করেছে একটিতে। অন্যদিকে, বুমরাহ না থাকা দুই টেস্টেই জিতেছে ভারত। তা সত্ত্বেও অভিজ্ঞ এই পেসারের গুরুত্ব অস্বীকার করছেন না কেউ।

আমি নির্বাচক হলে বুমরাহকে আইপিএল খেলতে দিতাম না: ভেংসরকার
১১ আগস্ট ২৫
এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়ায় প্রতি ম্যাচে কেবল চার ওভার বল করতে হয়। লম্বা স্পেলে বোলিং না করায় শরীরের উপর চাপ কম পড়বে বলেই বুমরাহ খেলতে আগ্রহী, এমনটাই মনে করছেন বোর্ড ও ক্রিকেট সংশ্লিষ্টরা।
এদিকে সূর্যকুমার যাদবের ফিটনেস নিয়ে কিছুটা সংশয় থাকলেও সম্প্রতি ফিটনেস পরীক্ষায় পাস করেছেন তিনি। এক কর্মকর্তা বলেন, 'এশিয়া কাপে ভারতকে নেতৃত্ব দিতে আর সমস্যা নেই সূর্যকুমারের। কিছু দিন আগে পর্যন্ত ফিটনেস সেন্টারে ছিল সূর্যকুমার। এখানে রিহ্যাব করার পর তাকে ফিট ঘোষণা করা হয়েছে। নির্বাচনী বৈঠকে তাকে দেখা যাবে।'
এশিয়া কাপের আগে কোনো প্রস্তুতি ম্যাচ খেলবে না ভারত। বেঙ্গালুরুতে ছোট একটি ক্যাম্প করার পরিকল্পনা থাকলেও সেটি বাতিল হয়েছে। তবে নির্ধারিত সময়ের কিছু আগেই সংযুক্ত আরব আমিরাতে পৌঁছাবে দল।