সালমানের ওপর বিশ্বাস আছে হেসনের

পাকিস্তানের জার্সিতে সালমান আলী আঘা
বাবর আজম পাকিস্তানের দায়িত্ব ছাড়ার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আছে পাকিস্তান। টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সালমান আলী আঘা। তার নেতৃত্বে বাংলাদেশের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে পাকিস্তান দল। তবে ঠিকই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতে নিয়েছে তারা।

promotional_ad

পাকিস্তান দলের প্রধান কোচ মাইক হেসন জানিয়েছেন তার ভরসা আছে সালমানের ওপর। তাকে সবকিছু বলে দিতে হয় না বলেও মন্তব্য করেছেন পাকিস্তান কোচ। কিছু কিছু ক্ষেত্রে অধিনায়ককেও সিদ্ধান্ত নেয়ার সুযোগ করে দেয়া উচিত বলে মনে করেন এই কিউই কোচ।


আরো পড়ুন

হেসনকে ‘থার্ডক্লাস কোচ’ বললেন পাকিস্তানের সাবেক পেসার

২৩ জুলাই ২৫
পিসিবি

তিনি বলেছেন, 'আমি সালমানকে বিশ্বাস করি, তাই ম্যাচ চলাকালীন আপনাদের আমাকে বারবার বার্তা পাঠাতে দেখবেন না। আমি বিশ্বাস করি খেলোয়াড়দের নিজস্বভাবে সিদ্ধান্ত নেওয়ার জন্য জায়গা দেওয়া উচিত।'


promotional_ad

ব্যাট হাতেও দারুণ সময় কাটাচ্ছেন সালমান। পাকিস্তান সুপার লিখে সালমান ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে ৯ ম্যাচে ২০১ রান করেন, গড় ২৫.১২ এবং স্ট্রাইক রেট ১৩৬.৭৩। বল হাতে নিয়েছেন ২ উইকেট, গড় ৩৩.৫০ এবং ইকোনমি রেট ৮.৩৭। এরপর ঘরের মাঠে বাংলাদেশ সিরিজে ৯০ রান করেছেন সালমান।


আরো পড়ুন

বাংলাদেশের বাইরে এমন উইকেট দেখেননি সালমান

২৫ জুলাই ২৫
ক্রিকফ্রেঞ্জি

এর মধ্যে রয়েছে ক্যারিয়ার সেরা ৫৬ রানের ইনিংস। সিরিজ জুড়ে ৪৫ গড়ে রান করেছেন পাকিস্তান অধিনায়ক স্ট্রাইক রেট ১৫৫.১৭। বল হাতে নেন ১ উইকেট। বাংলাদেশে টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসে চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন তিনি। ৩ ম্যাচে মোটে ক্রএছে ২৪ রান। আর বল হাতে ১ উইকেট। আর তাতেই তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচে সালমান করেন ৪৯ রান, গড় ৪৯ এবং স্ট্রাইক রেট ১১৩.৯৫। বল হাতে কোনো উইকেট পাননি তিনি। পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে এখন। প্রথম ম্যাচে ৫ উইকেটে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে পাকিস্তান। সেই ম্যাচে সালমান ২৩ রান করেন ও বল হাতে ১ উইকেট নেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball