প্রথম এক ঘণ্টা টিকে গেলে কিছুই অসম্ভব নয়: টাং

আন্তর্জাতিক
প্রথম এক ঘণ্টা টিকে গেলে কিছুই অসম্ভব নয়: টাং
ক্রিস ওকস না থাকায় অতিরিক্ত কয়েক ওভার করতে হয় জশ টাংকে, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
লন্ডনের ওভালে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির শেষ টেস্ট জমে উঠেছে। ম্যাচ জিততে ইংল্যান্ডের দরকার আরও ৩২৪ রান, আর ভারতের লক্ষ্য মাত্র নয় উইকেট। সিরিজে বর্তমানে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড। ভারত জিতলে সিরিজ ড্র হবে, ইংল্যান্ড জিতলে ৩-১ ব্যবধানে শিরোপা ঘরে তুলবে স্বাগতিকরা।

ইতোমধ্যে ভারতের হয়ে দারুণ ব্যাটিং করেছেন ইয়াশভি জয়সাওয়াল। তার শতকের পাশাপাশি রান করেছেন আকাশ দীপ, রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর। সব মিলিয়ে ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৭৪ রান, যা ওভালের মতো উইকেটে চ্যালেঞ্জিং।

তবে ইংল্যান্ডের তরুণ পেসার জশ টাংয়ের মতে, এই রান তাড়া করা সম্ভব। তার ভাষায়, 'আমাকে ঠিক এমন প্রশ্ন হেডিংলিতেও করা হয়েছিল। তখন আমরা লক্ষ্য পূরণ করেছি, এখন কেন পারব না?'

'আমরা মোটামুটি শান্ত আছি। বেশি চিন্তা করছি না। আমাদের ব্যাটিং লাইন-আপ অনেক ইতিবাচক ও উত্তেজনাপূর্ণ। এই দল নিয়ে আমি খুবই আত্মবিশ্বাসী। প্রথম এক ঘণ্টা টিকে গেলে কিছুই অসম্ভব নয়।'

প্রথম দুই দিন উইকেট সাহায্য করলেও তৃতীয় দিন সূর্যের উপস্থিতিতে ওভালের উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো হয়েছে বলে মত দিয়েছেন টাং, 'শুরুতে একটু সহায়তা ছিল, কিন্তু হেভি রোলার দিলে পিচ অনেকটাই সমান হয়ে যায়। তবে মাঝেমধ্যে কিছু বল লেংথ থেকে লাফাচ্ছে।'

চোটের কারণে ক্রিস ওকস বাইরে চলে যাওয়ায় ইংল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে ঘুরিয়ে-ফিরিয়ে ব্যবহার করতে হয় টাং, গাস অ্যাটকিনসন ও জেমি ওভারটনকে। তবু ধারাবাহিকভাবে বল করে তারা ভারতকে চাপে রেখেছে।

বোলিং নিয়ে টাং বলেন, 'আমাদের জন্য এটা কঠিন ছিল, কিন্তু আমরা চেষ্টা চালিয়ে গেছি। প্রথম দিন আমি নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট ছিলাম না, তবে শেষ পর্যন্ত ৫ উইকেট পেয়ে খুশি।'

আরো পড়ুন: জশ টাং