কাছে গিয়ে উইকেট দেখার অধিকার গম্ভীরের আছে: গিল

ছবি: পঞ্চম টেস্টের উইকেট দেখছেন গৌতম গম্ভীরসহ ভারতের ক্রিকেটাররা, ফাইল ফটো

মঙ্গলবার ভারতের ঐচ্ছিক অনুশীলনের সময় উইকেট পর্যবেক্ষণকে কেন্দ্র করে গম্ভীর ও ফোর্টিসের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, গম্ভীর কিউরেটরের সঙ্গে তর্কে জড়ান এবং তার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। ফোর্টিস পরে ম্যাচ রেফারির কাছে অভিযোগ করার কথা বলেন।
গিলের কাছে সিরিজ ড্র করাই বড় অর্জন হবে
১৫ ঘন্টা আগে
ঘটনার সময় গিল মাঠে না থাকলেও সংবাদ সম্মেলনে তার প্রতিক্রিয়া স্পষ্ট ছিল। গিল বলেন, 'গতকাল যা ঘটেছে, আমার মতে তা একেবারেই অপ্রয়োজনীয় ছিল। এটা প্রথমবার নয় যে, আমরা উইকেট দেখছি, আমরা প্রায় দুই মাস ধরে এখানে আছি। একজন কোচের কাছে গিয়ে উইকেট দেখার অধিকার আছে এবং আমি মনে করি না এতে কোনো ভুল আছে।'
ভারতের ব্যাটিং কোচ সিতানশু কোটাক জানিয়েছেন, কিউরেটর ফোর্টিসের বক্তব্যের ভঙ্গি নিয়েই মূলত আপত্তি ছিল গম্ভীরের। কোটাক বলেন, উইকেটের কাছাকাছি যেতে গেলে এক সদস্য তাদের ‘আড়াই মিটার দূর থেকে’ দেখতে বলেন এবং আইস বক্স রাখার সময়ও ফোর্টিস নাকি উচ্চস্বরে আপত্তি জানান।

মাঠ কর্মীর সঙ্গে বাগবিতণ্ডায় গম্ভীর, ব্যাখ্যা দিল টিম ম্যানেজমেন্ট
২৯ জুলাই ২৫
গিল জানান সিরিজের আগের চারটি টেস্টেই তাদের পিচ দেখার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ ছিল না, 'এই সিরিজে এরই মধ্যে আমরা চারটি ম্যাচ খেলেছি এবং কেউ আমাদের পিচ দেখতে বাধা দেয়নি। আমরা সবাই অনেক ক্রিকেট ম্যাচ খেলেছি, কোচ ও অধিনায়কসহ আমরা অনেকবার পিচের কাছে গিয়েছি।'
ভারতীয় অধিনায়কের মতে, পরিস্থিতি যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছে, তা অবাঞ্ছিত। তার বক্তব্য, 'রাবার স্পাইক পরে থাকেন বা খালি পায়ে থাকেন, কাছ থেকে উইকেট দেখতে পারেন। আমি জানি না, এখানে পরিস্থিতি এতটা উত্তপ্ত করার মতো কী আছে।'
তিন ম্যাচ শেষে সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে আছে ভারত। ওভালে শুরু হতে যাওয়া শেষ টেস্টে জিতলেই সিরিজ ড্র করতে পারবে তারা। ম্যাচ শুরুর আগে গিল জানান, মাঠের বাইরে যতই আলোচনা থাকুক, দুই দলের ক্রিকেটারদের সম্পর্ক বেশ স্বাভাবিক।