হুইলচেয়ারে না যাওয়া পর্যন্ত থামবো না: মালিক

আন্তর্জাতিক
হুইলচেয়ারে না যাওয়া পর্যন্ত থামবো না: মালিক
কথা বলছেন শোয়েব মালিক
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
পাকিস্তানের তারকা অলরাউন্ডার শোয়েব মালিক। এখনও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি তিনি। তবে জাতীয় দলের দরজা এক প্রকার তার জন্য বন্ধই বলা চলে। এখনও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলা চালিয়ে যাচ্ছেন তিনি।

বর্তমানে এই অলরাউন্ডার ব্যস্ত আছেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস (ডব্লিউসিএল)। বয়স ৪৩ হলেও এখনও থামার কোনো লক্ষণ নেই এই পাকিস্তানি ক্রিকেটারের। এরই মধ্যে পাকিস্তান চ্যাম্পিয়ন্স এই টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে।

অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নদের হারিয়ে গ্রুপ পর্বে সবার উপরে থেকে সেমি ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। যদিও ভারত তাদের বিপক্ষে সেমি ফাইনাল বয়কট করায় সরাসরি ফাইনালে উঠে গেছে পাকিস্তান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের পর মালিক বলেছেন, ‘আমি পরিষ্কার খাবার খাই, ভালোভাবে ঘুমাই এবং স্বাস্থ্যকর খাবার খাই। আমি এখনো মাঠে নামা উপভোগ করি এবং আমি আমার ক্রিকেটকে ভালোবাসি। ফিট থাকার এটাই আমার গোপন রহস্য।’

আর কতদিন তিনি খেলা চালিয়ে যাবেন এমন প্রশ্নের উত্তরে মালিক বলেছেন, ‘আমি হুইলচেয়ারে না যাওয়া পর্যন্ত ক্রিকেট খেলা চালিয়ে যাব।’

মালিক পাকিস্তানের হয়ে ১২৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ব্যাট হাতে ২ হাজার ৪৩৫ রান করেছেন। পাশাপাশি ২৮টি উইকেটও নিয়েছেন। ক্যারিয়ার জুড়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৫৫৭টি ম্যাচ খেলেছেন মালিক। রান করে সাড়ে ১৩ হাজারের বেশি। ৮৩টি হাফ সেঞ্চুরি রয়েছে তার।

আরো পড়ুন: পাকিস্তান