ইংল্যান্ড সফর শেষ পান্তের

পায়ের চোটে প্রথম দিনের শেষ বিকেলে মাঠ ছেড়েছেন ঋষভ পান্ত
লর্ডসে বাঁ হাতের আঙুলে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন ঋষভ পান্ত। ম্যানচেস্টার টেস্টে বাঁহাতি উইকেটকিপার ব্যাটার চোট পেয়েছেন ডান পায়ে। লর্ডসের মতো চতুর্থ টেস্টেও কিপিং করতে দেখা যাবে না তাকে। আবারও ব্যাটিংয়ে নামতে পারবেন কিনা সেটার নিশ্চয়তা দিতে পারেনি ভারতের মেডিকেল বিভাগ। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, পায়ের চোটে ইংল্যান্ড সফরের বাকি অংশ মিস করতে যাচ্ছেন পান্ত।

promotional_ad

ভারতের উইকেটকিপারের চোটের ঘটনাটি ঘটে ম্যানচেস্টার টেস্টের প্রথম দিনের শেষ বিকেলে। ইনিংসের ৬৮তম ওভারে ক্রিস ওকসের ফুলার লেংথ ডেলিভারিতে রিভার্স সুইপ করতে চেয়েছিলেন পান্ত। তবে ব্যাটে বলে করতে পারেননি তিনি। বল পায়ে লাগতেই লেগ বিফোরের আবেদন করেন ওকস এবং ইংল্যান্ডের ফিল্ডাররা। তবে তাদের আবেদনে সাড়া দেননি অনফিল্ড আম্পায়ার। পান্তকে ফেরাতে তাৎক্ষণিকভাবে রিভিউ নেয় ইংল্যান্ড।


আরো পড়ুন

প্রতিভার মতো পান্তের বড় একটা হৃদয়ও আছে: নাসের

১০ ঘন্টা আগে
পায়ে চোট নিয়েও ব্যাটিং করেছেন পান্ত

রিভিউ নিলেও পান্তকে আউট করতে পারেনি স্বাগতিকরা। আউট না হলেও পায়ে বল লাগায় তখনই মাটিতে পড়ে যান বাঁহাতি এই ব্যাটার। পা থেকে জুতা খোলার পর দেখা যায় রক্ত বের হচ্ছে। এমন অবস্থায় প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও খেলার মতো অবস্থায় ছিলেন না তিনি। পায়ে ভর দিয়ে মাটিতে দাঁড়িয়ে থাকতে না পারায় গাড়িতে করে বাইরে নিয়ে যাওয়া হয় পান্ত। মাঠের বাইরে নিয়ে যাওয়ার পরই স্ক্যান করাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ভারতীয় তারকা ব্যাটারকে।


promotional_ad

সিটি স্ক্যান শেষে জানা যায়, পান্তের গোড়ালি ও পায়ের আঙুলের মধ্যে অবস্থিত মেটাটারসাল হাড়ে চিড় ধরা পড়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাঁহাতি ব্যাটারকে ৬-৮ সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। ম্যানচেস্টারে টিম হোটেলে বাইরে থেকে ভক্তদের ধারণকৃত ভিডিওতে দেখা যায় মুনবুট পড়ে আছেন পান্ত।


আরো পড়ুন

পন্টিংকে ছাড়িয়ে টেন্ডুলকারকে ছোঁয়ার অপেক্ষায় রুট

৫ ঘন্টা আগে
সেঞ্চুরির পর জো রুট, ইসিবি

এমন অবস্থায় ম্যানচেস্টার এবং ওভাল টেস্টে খেলা হচ্ছে না তাঁর। চতুর্থ টেস্ট পান্ত কিপিং করতে পারবেন না সেটা নিশ্চিত করেছে ভারত। তবে আবার ব্যাটিংয়ে নামবেন কিনা সেটা ভারতের মেডিকেলের সঙ্গে পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। ক্রিকেটের আরেক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, পুরোপুরি সেরে উঠতে ২ মাস লাগতে পারে তারকা উইকেটকিপার ব্যাটারের। এমনটা হলে সেপ্টেম্বরে হতে যাওয়া এশিয়া কাপও মিস করতে পারেন তিনি।


পাঁচ টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড। সিরিজে ফিরতে ম্যানচেস্টারে টস হেরে আগে ব্যাটিং করছে ভারত। ইয়াশভি জয়সাওয়াল ও সাই সুদর্শনের হাফ সেঞ্চুরিতে প্রথম দিন শেষে ৪ উইকেটে ২৬৪ রান তুলেছে সফরকারীরা। প্রথম ইনিংসে ভারতের রান বাড়িয়ে নিতে দ্বিতীয় দিন সকালে ব্যাটিং নামবেন শার্দুল ঠাকুর ও রবীন্দ্র জাদেজা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball