মহারাজের রেকর্ড, জিম্বাবুয়ের হয়ে একাই লড়লেন সেঞ্চুরিয়ান উইলিয়ামস

ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট

সকালের শুরুতে উইকেট থেকে বাড়তি সুবিধা নিতেই আগের দিনের ৯ উইকেটে ৪১৮ রান নিয়ে ইনিংস ঘোষণা করে সাউথ আফ্রিকা। ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করতে পারেনি জিম্বাবুয়ে। ইনিংসের প্রথম ওভারেই তাকুদওয়ানাশে কাইতানোর উইকেট হারায় তারা। কোডি ইউসুফের লেগ স্টাম্পের উপর করা ডেলিভারিতে ফ্লিক করতে গিয়ে ডি জর্জির হাতে ক্যাচ দিয়েছেন তিনি। একটু পর ফিরেছেন তিনে নামা নিকোলাস ওয়েলচ। ইউসুফের অফ স্টাম্পের বাইরের বলে জায়গায় দাঁড়িয়ে খেলার চেষ্টায় উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন নিকোলাস।
বোলারদের সিংহাসনে ফিরলেন মহারাজ
১৬ ঘন্টা আগে
ব্যাটিংয়ে ভালো শুরুই পেয়েছিলেন ব্রায়ান বেনেট। ষষ্ঠ ওভারের শেষ বলে মাফাকার শর্ট ডেলিভারিতে হুক করতে গিয়ে হেলমেটে আঘাত পান তিনি। এরপর ফিজিও এসে তার সেবা শুশ্রূষা করেন। এরপর খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এই ওপেনার। পরের ওভারে আরও তিনটি বল মোকাবেলা করেন তিনি। কিন্তু অস্বস্তি থাকায় তিনি এরপরই মাঠ ছেড়ে যান। সেই সময় তার নামের পাশে ছিল ২৮ বলে ১৯ রান। বেনেটের কনকাশন সাব হিসেবে নামানো হয় প্রিন্স মাসভাউরকে। বেনেট ফেরার পর ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিন।

দারুণ ব্যাটিংয়ে ৭৪ বলে হাফ সেঞ্চুরি করেন উইলিয়ামস। তাদের দুজনের ৯৬ রানের জুটি ভাঙেন কেশভ মহারাজ। বাঁহাতি স্পিনারের বলে ডাউন দ্য উইকেটে এসে খেলার চেষ্টায় স্টাম্পিং হয়েছেন ৯০ বলে ৩৬ রান করা আরভিন। জিম্বাবুয়ের অধিনায়কে ফিরিয়ে টেস্টে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন মহারাজ। সাউথ আফ্রিকার ১৩৬ বছরের টেস্ট ইতিহাসে প্রথম স্পিনার হিসেবে ২০০ উইকেট নিয়েছেন তিনি। নিজের ৫৯তম টেস্টে এমন কীর্তি গড়লেন বাঁহাতি এই স্পিনার।
অভিষেকেই আফ্রিকান স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ
১২ ঘন্টা আগে
স্পিনার হিসেবে প্রোটিয়াদের হয়ে টেস্টে সবচেয়ে বেশি উইকেট নেয়ার তালিকায় আছেন ১৭০ উইকেট নেয়া হিউ টেফিল্ড। ভালো শুরু পেয়েও ১৫ রানের বেশি করতে পারেননি ওয়েসলি মাধেভেরে। পেসার উইয়ান মুল্ডারের বলে লেগ বিফোর উইকেট হয়েছেন তিনি। বেনেটের কনকাশন সাব হিসেবে নামা প্রিন্স আউট হয়েছেন ৭ রানে। জিম্বাবুয়ের রান দুইশ পার হতেই ফিরেছেন তাফাজাওয়া সিগা। তবে সতীর্থদের ব্যর্থতার মাঝেই সেঞ্চুরি তুলে নেন উইলিয়ামস।
১২২ বলে তিন অঙ্ক ছুঁয়েছেন বাঁহাতি এই ব্যাটার। টেস্টে উইলিয়ামসের এটি ষষ্ঠ সেঞ্চুরি। অষ্টম ব্যাটার হিসেবে মহারাজের বলে স্টাম্পিং হয়ে ফিরেছেন উইলিয়ামস। ১৬ চারে ১৬৪ বলে ১৩৭ রান করেছেন বাঁহাতি এই ব্যাটার। একটু পর ব্লেসিং মুজারাবানি ও তানাকা শিভাঙ্গা ফিরলে ২৫১ রানে অল আউট হয় জিম্বাবুয়ে। সাউথ আফ্রিকার হয়ে মুল্ডার একাই চারটি উইকেট নিয়েছেন। তিনটি করে উইকেট পেয়েছেন অধিনায়ক মহারাজ ও পেসার ইউসুফ।
১৬৭ রানের লিড নিয়ে শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে সাউথ আফ্রিকা। প্রথম ইনিংসের মতো এবারও সুবিধা করতে পারেননি ম্যাথু ব্রিটজকে। পেসার শিভাঙ্গার বলে মাধেভেরেকে ক্যাচ দিয়ে ফেরেন ১ রানে। পরের সময়টায় অবশ্য সফরকারীদের আর কোন উইকেট হারাতে দেননি ডি জর্জি এবং মুল্ডার। ২২ রানে অপরাজিত থেকে ডি জর্জি এবং মুল্ডার তৃতীয় দিনের সকালে ব্যাটিংয়ে নামবেন ২৫ রান নিয়ে।