ওয়ানডে অবসর নিয়ে এখনই ভাবছেন না রোহিত

আন্তর্জাতিক
ওয়ানডে অবসর নিয়ে এখনই ভাবছেন না রোহিত
রোহিত শর্মা, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
২০২৪ সালের জুনে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানান রোহিত শর্মা। কিছুদিন আগে টেস্ট ক্রিকেট থেকেও অবসর নেন এই ডানহাতি ওপেনার। শুধু ওয়ানডে ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

তবে রোহিতের ওয়ানডে ক্যারিয়ার ঠিক কতদিন চলবে, সে বিষয়ে কিছু না বলায় ভক্তদের মধ্যে রয়ে গেছে ধোঁয়াশা। অনেকেই ধরেই নিয়েছেন, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত খেলে যেতে চান রোহিত।

এই প্রসঙ্গে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নির্বাচকদের সিদ্ধান্তই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশ্লেষকরা। তবে রোহিত এবার নিজেই ইঙ্গিত দিলেন, কতদিন খেলতে চান ওয়ানডে।

ভারতের এক সাংবাদিকের সঙ্গে আলাপচারিতায় রোহিত বলেন, 'আমি যেভাবে খেলতে অভ্যস্ত, সেভাবেই খেলব। আগে আমি প্রথম ১০ ওভারে ৩০টা বল খেলে ১০ রান করতাম। তবে এখন যদি আমি ২০টা বল খেলি তাহলে আমার মনে হয় যে, ৩০-৩৫ এমনকি ৪০ রান তুলতে পারব না কেন? যেদিন ব্যাট চলে, ১০ ওভারে ৮০ রান মন্দ কী? এখন আমার দৃষ্টিভঙ্গি এমনটাই।'

তিনি আরো বলেন, 'আমি এমনটা আগেও করেছি। আসলে এখন আমি ভিন্নভাবে ক্রিকেট খেলতে চাই। আমি কোনও কিছুকেই নিশ্চিত বলে ধরে নিচ্ছি না। এমনটা নয় যে, আমি ২০-৩০ রান করব এবং খেলা চালিয়ে যাব। যেদিন আমার মনে হবে যে, আমি যেটা করতে চাইছি, মাঠে সেটা করতে পারছি না, সেদিন খেলা ছেড়ে দেব। এই বিষয়ে কোনও সন্দেহ নেই। তবে এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে, আমি যেটা করছি, সেটা দলের কাজে লাগছে।'

ওয়ানডে ফরম্যাটে রোহিত শর্মার পরিসংখ্যানও দারুণ সমৃদ্ধ। ভারতের হয়ে ২৭৩টি ওয়ানডে খেলে ১১ হাজার ১৬৮ রান করেছেন তিনি। তার নামের পাশে আছে ৩২টি সেঞ্চুরি ও ৫৮টি হাফসেঞ্চুরি, যা তাকে এ প্রজন্মের সেরা ওয়ানডে ব্যাটারদের একজন করে তুলেছে।

আরো পড়ুন: রোহিত শর্মা