promotional_ad

এখনও জাতীয় দলে ফেরার ক্ষুধা আছে রাহানের

সবশেষ ২০২৩ সালের জুলাইয়ে ভারতের হয়ে টেস্ট খেলেছেন আজিঙ্কা রাহানে
২০২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে ১৫ মাস পর ভারতের টেস্ট দলে ফিরেছিলেন আজিঙ্কা রাহানে। যদিও তিন ম্যাচের বেশি খেলার সুযোগ হয়নি ডানহাতি ব্যাটারের। সেই বছরের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা সিরিজের পর থেকেই জাতীয় দলের বাইরে আছেন তিনি। তবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই খেলছেন অভিজ্ঞ ব্যাটার। আইপিএল চলাকালীন রাহানে জানালেন, এখনো জাতীয় দলে খেলার জন্য তার মাঝে ক্ষুধা আছে।

promotional_ad

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যথাক্রমে ৮৯ ও ৪৬ রান করেছিলেন রাহানে। তবে ওয়েস্ট সফরে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হয়েছিলেন তিনি। দুই টেস্টে করেছিলেন মাত্র ১১ রান। এমন অবস্থায় পরের সিরিজেই ভারতের টেস্ট দল থেকে বাদ পড়েন ৩৬ বছর বয়সী এই ব্যাটার। জাতীয় দলে না থাকলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলেছেন রাহানে। বর্তমানে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন আইপিএল।


আরো পড়ুন

এমন হারের ব্যাখ্যা নেই রাহানের কাছে

১৬ এপ্রিল ২৫
কলকাতার জার্সিতে রাহানে

অধিনায়ক হিসেবে ১০ ম্যাচে ১৪৯.২৫ স্ট্রাইক রেটে ২৯৭ রান করেছেন তিনি। এমন পারফরম্যান্সের পরও নিজেকে নিয়ে নতুন করে ভাবছেন রাহানে। ভারতের টেস্ট দলে ফিরতে এখনো প্রতিদিন দুিই কিংবা তিন সেশন অনুশীলন করছেন ডানহাতি এই ব্যাটার। পাশাপাশি সাদা পোশাকের ক্রিকেট খেলার জন্য ফিটনেসের দিক থেকে পর্যাপ্ত ফিট আছেন বলে মনে করেন তিনি।


promotional_ad

স্টারস্পোর্টসের সঙ্গে আলাপকালে ভারতের টেস্ট দলে ফেরার ভাবনা নিয়ে রাহানে বলেন, ‘আবারও ভারতের সেটআপে ফিরতে পারলে ভালো লাগবে। এখনো সেই ইচ্ছা, ক্ষুধা এবং আগুন আমার মধ্যে আছে। ফিটনেসের দিক থেকে আমি ঠিক জায়গায় আছি। আমি শুধু একটা ম্যাচের কথা ভাবছি। আপাতত আমার ভাবনায় কেবলই আইপিএল। তারপর দেখা যাক ভবিষ্যতে কী হয়।’


আরো পড়ুন

ইংল্যান্ড সফরে সুদর্শনকে চান শাস্ত্রী

২ মে ২৫
ইংল্যান্ড সফরে সাই সুদর্শনকে চান রবি শাস্ত্রী, ফাইল ফটো

‘আমি এমন একজন যে কখনোই হাল ছাড়ে না। মাঠে আমি সবসময় নিজের সেরাটা দেয়ার চেষ্টা করি। এমনকি একশ শতাংশের বেশি দেয়ার চেষ্টা করি। আমি যা কিছু নিয়ন্ত্রণ করতে পারি সেটাতেই কেবল মনোযোগ দিই। আমি এখনো ঘরোয়া ক্রিকেট খেলে যাচ্ছি এবং এই মুহূর্তে আমি ক্রিকেট অনেক বেশি উপভোগ করছি।’


আইপিএল শেষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাবে ভারত। রাহানের খেলা মিডল অর্ডারে বর্তমানে ভারতের হয়ে খেলছেন বিরাট কোহলি, লোকেশ রাহুলরা। এমনকি তাদের ব্যাকআপ হিসেবে রাখা হচ্ছে সরফরাজ খানকে। যার ফলে ইংল্যান্ড সফরে রাহানের সুযোগ পাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball