promotional_ad

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণা নিউজিল্যান্ডের

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণা নিউজিল্যান্ডের, ফাইল ফটো
টি-টোয়েন্টি সিরিজের মতো ওয়ানডে সিরিজেও আইপিএল খেলা ক্রিকেটারদের ডাকল না নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। নিয়মিত ক্রিকেটারদের ছাড়াই পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করল তারা।

promotional_ad

ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করে প্রথমবারের মতো নিউজিল্যান্ড জাতীয় দলে জায়গা করে নিয়েছেন তরুণ ব্যাটার মোহাম্মদ আব্বাস। পাকিস্তানের সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার আজহার আব্বাস হারাজের পুত্র ২১ বছর বয়সী এই ক্রিকেটার।


আরো পড়ুন

‘এ’ দলে মুস্তাফিজের বদলি খালেদ, তাসকিনকে নিয়ে সুখবর

২ মে ২৫
মুস্তাফিজুর রহমান ও খালেদ আহমেদ

ওয়েলিংটনের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন আব্বাস। তার বাবা আজহার এখন সেই দলেরই সহকারী কোচ। গত মাসে লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম সেঞ্চুরির স্বাদ পাওয়া আব্বাস ১৫টি লিস্ট ‘এ’ ম্যাচে ব্যাট হাতে ৩৪.৯২ গড়ে ৪৫৪ রান করেছেন।


দলে আব্বাস ছাড়া নতুন মুখ নিক কেলি। ৩১ বছর বয়সী কেলিও ওয়েলিংটনের হয়ে খেলেন। কদিন আগে শেষ হওয়া ঘরোয়া পঞ্চাশ ওভারের প্রতিযোগিতা ফোর্ড ট্রফিতে ৯ ইনিংসে একশ'র বেশি স্ট্রাইক রেটে ৩২০ রান করেন কেলি।


promotional_ad

চলমান প্রথম শ্রেণির প্রতিযোগিতা প্লাঙ্কেট শিল্ডেও ব্যাটে দ্যুতি ছড়াচ্ছেন কেলি। ১৪ ইনিংসে চার সেঞ্চুরিতে করেছেন সর্বোচ্চ ৭৪৯ রান। এখন পর্যন্ত ৮৭টি লিস্ট ‘এ’ ম্যাচে ৩২.৯০ গড়ে পাঁচটি সেঞ্চুরিসহ তার রান দুই হাজার ৬৩২। 


আরো পড়ুন

অনিশ্চয়তায় ভারতের বাংলাদেশ সফর, প্রভাব পড়ছে এশিয়া কাপেও

২ মে ২৫
হাত মেলাচ্ছেন বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাররা, আইসিসি

আইপিএলের কারণে টি-টোয়েন্টির সিরিজের মতো ওয়ানডে সিরিজেও নেই নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, লকি ফার্গুসন ও রাচিন রবীন্দ্র। আইপিএলে ধারাভাষ্য দেয়া ও পিএসএলে ডাক পাওয়া কেন উইলিয়ামসনও এই সিরিজে নেই। নেতৃত্ব দেবেন টম লাথাম।


‘ওয়ার্কলোড’ বিবেচনায় ওয়ানডে সিরিজে নেই কাইল জেমিসন। চোটের কারণে নেই ম্যাট হেনরিও। ২৯ মার্চ নেপিয়ারে শুরু সিরিজের প্রথম ওয়ানডে, ২ ও ৫ এপ্রিল পরের দুই ম্যাচ হবে যথাক্রমে হ্যামিল্টন ও মাউন্ট মঙ্গানুইয়ে।


নিউজিল্যান্ড ওয়ানডে দল: টম লাথাম (অধিনায়ক), মোহাম্মদ আব্বাস, আদিত্য আশোক, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, মিচেল হে, নিক কেলি, ড্যারিল মিচেল, উইল ও’রুর্কি, বেন সিয়ার্স, ন্যাথান স্মিথ এবং উইল ইয়াং।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball