ভারত সুবিধা পাচ্ছে, এটা বুঝতে রকেটবিজ্ঞানী হওয়ার প্রয়োজন নেই: ডাসেন

আন্তর্জাতিক
ভারত সুবিধা পাচ্ছে, এটা বুঝতে রকেটবিজ্ঞানী হওয়ার প্রয়োজন নেই: ডাসেন
আফগানিস্তানের বিপক্ষে হাফ সেঞ্চুরি করেন র‍্যাসি ভ্যান ডার ডাসেন, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
হাইব্রিড মডেলে হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত নিজেদের সব ম্যাচ খেলছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে। যেখানে অন্যদলগুলো দুবাই-পাকিস্তান মিলিয়ে খেলতে হচ্ছে। এমনকি ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে স্বাগতিক পাকিস্তানকেও দুবাই যেতে হয়েছিল। এক্ষেত্রে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে বলে মনে করেন র‍্যাসি ভ্যান ডার ডাসেন।

কয়েকদিন আগে এ নিয়ে সরাসরি মন্তব্য করেছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। একই ভেন্যুতে খেলার কারণে ভারতের সুবিধা বেড়েছে বলে উল্লেখ করেন তিনি। এরপর এ নিয়ে মন্তব্য করেন পাকিস্তানের প্রধান কো আকিভ জাভেদও।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের সূত্র ধরে ধারাভাষ্য কক্ষে এমন মন্তব্য করতে দেখা গেছে নাসের হুসেইনকেও। এবার একই সুর শোনা গেল ডাসেনের কণ্ঠেও। মূলত সাউথ আফ্রিকা দল এখনো জানে না সেমিফাইনাল বা ফাইনালে খেলার সুযোগ পেলে তারা কোথায় খেলবে।

অন্যদিকে ভারত আগে থেকেই জানে, কোন মাঠে এবং কী ধরনের কন্ডিশনে তারা সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচটি খেলবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এমন সুবিধা ভারত ছাড়া আর কেউই পাচ্ছে না। এ কথাই যেন মনে করিয়ে দিলেন ডাসেন।

তিনি বলেন, ‘এটা নিশ্চিতভাবেই সুবিধা। আমি দেখেছি পাকিস্তান এ নিয়ে মন্তব্য করছে। এটা অবশ্যই একটা সুবিধা। আপনি যদি একটা জায়গায় থাকেন, একই হোটেলে অবস্থান করেন, একই সুবিধা নিয়ে অনুশীলন করেন, একই স্টেডিয়ামে এবং একই উইকেটে খেলেন, সেটা তো অবশ্যই সুবিধা। আমার মনে হয় না এটা বোঝার জন্য রকেটবিজ্ঞানী হওয়ার প্রয়োজন আছে।’

এই সুবিধার যে একটা বাড়তি চাপ আছে, সেটাও অবশ্য মনে করিয়ে দেন ডাসেন, ‘এখন এটা তাদের দায়িত্ব যে সুবিধাটাকে ব্যবহার করা। এক অর্থে, এটা তাদের ওপর আরও চাপ তৈরি করে; কারণ, যারাই সেমিফাইনাল কিংবা সম্ভাব্য ফাইনাল খেলবে, তাদের সেখানে যেতে হবে এবং এই কন্ডিশন তাদের জন্য পুরোপুরি অপরিচিত। কিন্তু ভারত এটাতে অভ্যস্ত। তাদের ওপর সবকিছু ঠিকঠাক করার চাপ থাকবে; কারণ, তাদের সবকিছুই জানা আছে।’

আরো পড়ুন: র‍্যাসি ভ্যান ডার ডাসেন