পাকিস্তানে ভারতের পতাকাও নেই

আন্তর্জাতিক
পাকিস্তানে ভারতের পতাকাও নেই
৭ দলের পতাকা থাকলেও পাকিস্তানে নেই ভারতের পতাকা, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
পূর্বের ঘোষণা অনুযায়ী এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পাকিস্তানে যাচ্ছে না ভারত। এমনকি পাকিস্তানে ফটোসেশনেও যাচ্ছেন না ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এবার দেখা গেল, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী সব দলের পতাকা থাকলেও নেই ভারতের পতাকা!

ভারতের চাওয়ার কারণেই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে হাইব্রিড মডেলে। রোহিতদের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। আসর শুরুর আগে বেশ কয়েকমাস ধরেই এ নিয়ে আলোচনা হয়েছিল।

সেই আলোচনায় হাইব্রিড মডেল চূড়ান্ত হলেও ভারতের ওপর কিছুটা চটেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবার সেই রাগের কিছুটা বহিঃপ্রকাশ দেখা গেল। লাহোরের গাদ্দাফিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেয়া ৮ দলের মধ্যে ৭ দলেরই পতাকা লাগানো হয়েছে।

সেখানে নেই শুধু ভারতের পতাকা। এ বিষয়ে পিসিবির আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম, ফেসবুক ও এক্সে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, স্টেডিয়ামে মিডিয়া ভবনের ছাদে স্ট্যান্ড ব্যবহার করে বেশ কিছু পতাকা লাগানো হয়েছে। 

ভারতের গণমাধ্যম হিন্দুস্থান টাইমস লিখেছে, গাদ্দাফি স্টেডিয়ামে ভারতের পতাকা না রাখাকে দেশটির সমর্থকেরা বিসিসিআইয়ের পাকিস্তানে দল না পাঠানোর বিরুদ্ধে পাকিস্তানের জবাব হিসেবে দেখছেন।

এবারের আসরে ভারত ও পাকিস্তান খেলবে ‘গ্রুপ-বি’তে। ২০ ফেব্রুয়ারি ভারতের প্রথম প্রতিপক্ষ বাংলাদেশ। এই গ্রুপের আরেকটি দল নিউজিল্যান্ড। আগামী বুধবার পর্দা উঠতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের। 
 

আরো পড়ুন: পাকিস্তান