চ্যাম্পিয়ন ট্রফিতে জয়ী দল পাবে ২৭ কোটি টাকা

আন্তর্জাতিক
চ্যাম্পিয়ন ট্রফিতে জয়ী দল পাবে ২৯ কোটি টাকা
গত আসরের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দল পাকিস্তান, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আইসিসির এই মহাযজ্ঞের পর্দা উঠতে বাকি আর মাত্র চার দিন। এরই মাঝে টুর্নামেন্টের প্রাইজমানি ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা প্রতিষ্ঠানটি।

অন্য যেকোনো বারের চেয়ে এবারের প্রাইজমানিতে রয়েছে বড় ধরনের চমক। পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠেয় এবারের এই আসরে বিজয়ী দল পাবে ২.২৪ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২৭ কোটি ছয় লাখ টাকার বেশি।

আসরের রানার্স-আপ দল পাবে ১.১২ মিলিয়ন ডলার। বাংলাদেশ মুদ্রায় যা ১৩ কোটি টাকার কাছাকাছি। ফাইনালে উঠতে না পারা বাকি দুই সেমিফাইনালিস্ট পাবে ৫ লাখ ৬০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় এটি সাড়ে ৬ কোটির টাকারও বেশি।

এ ছাড়া গ্রুপ পর্বের প্রতি ম্যাচে জয়ী দল পাবে ৩৪ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৪১ লক্ষ টাকা। পঞ্চম ও ষষ্ঠ স্থানে থেকে আসর শেষ করা দল পাবে সাড়ে ৩ লাখ ডলার। ৮ দলের এই টুর্নামেন্টে ৭ম ও ৮ম স্থানে শেষ করা দল দুটি পাবে ১ লাখ ৪০ হাজার ডলার।

অংশগ্রহণকারী প্রতিটি দল এমনিতেই পাচ্ছে ১ লাখ ২৫ হাজার ডলার। সুদীর্ঘ ২৯ বছর পর পাকিস্তানের মাটিতে হতে যাচ্ছে বড় কোনো আইসিসি টুর্নামেন্ট। ভারতের চাওয়ায় সংযুক্ত আরব আমিরাতের সাথে হাইব্রিড পদ্ধতিতে টুর্নামেন্ট আয়োজন করবে পাকিস্তান।

এবারের আসরের মোট প্রাইজমানি হচ্ছে ৬.৯ মিলিয়ন ডলারের। ২০১৭ সালের চ্যাম্পিয়স ট্রফির প্রাইজমানির চেয়ে যা ৫৩ শতাংশ বেশি। আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান- নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের আসরের। বাংলাদেশ মাঠে নামবে পরদিনই, প্রতিপক্ষ ভারত।

আরো পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফি