ঈদের আগেই টিকিট বিক্রির লভ্যাংশ পাচ্ছে বিপিএল ফ্র্যাঞ্চাইজিরা

ছবি: বিপিএলের শেষ আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল, ফাইল ফটো

তবে এই অর্থ সব দল নাও পেতে পারে। শুধু সেই দলগুলোকে দেয়া হবে, যারা খেলোয়াড়দের বকেয়া পারিশ্রমিক সময়মতো পরিশোধ করেছে এবং প্রমাণপত্র জমা দিয়েছে।
বিপিএলে সিলেট ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহী ‘ক্রিকেট উইথ সামি’
৬ মে ২৫
বিসিবি জানিয়েছে, টিকিট বিক্রির লাভ থেকে প্লে-অফে ওঠা চারটি দল পাবে ৫৫ লাখ টাকা করে। বাকি তিনটি দল পাবে ৪৫ লাখ টাকা করে। ঈদুল আজহার আগেই এই টাকা বিতরণ করা হবে।
এবারই প্রথম বিসিবি টিকিট বিক্রির আয়ের অংশ দলগুলোর সঙ্গে ভাগ করছে। এখন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিগুলো শুধু স্পন্সর ও নিজের উদ্যোগ থেকে আয় করত।

২০২৫ থেকে ২০২৮ পর্যন্ত ৩৮ ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’
২০ মে ২৫
বিসিবি তাদের বিবৃতিতে জানিয়েছে, এই উদ্যোগের উদ্দেশ্য হলো দলগুলোকে সময়মতো খেলোয়াড়দের টাকা দেয়ার জন্য উৎসাহিত করা। এতে দলগুলোর পেশাদারিত্ব বাড়বে বলে প্রত্যাশা বিসিবির।
একটি শর্তও অবশ্য জুড়ে দিয়েছে বিসিবি। যেসব দল এখনো খেলোয়াড়দের পাওনা পরিশোধ করেনি, তারা এই সুবিধা থেকে বঞ্চিত হবে বলে জানিয়েছে তারা।
এই সিদ্ধান্তকে কেন্দ্র করে বিসিবি আশা করছে, ভবিষ্যতে দলগুলো আরো পেশাদার ও দায়িত্বশীল হবে। যা পুরো বিপিএলের আর্থিক কাঠামো এবং বিশ্বাসযোগ্যতা জোরদারে সহায়ক হবে।