আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে বিতর্কে গিল

ছবি: আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে বিতর্কে শুভমান গিল, ফাইল ফটো

তবে ম্যাচে নজর কাড়ে গিলের আচরণও। আম্পায়ারের সঙ্গে দুইবার তর্কে জড়ান তিনি। একবার নিজের বিতর্কিত রানআউট নিয়ে, আরেকবার ফিল্ডিংয়ের সময় এলবিডব্লিউ রিভিউ নিয়ে। দুটি ক্ষেত্রেই তাকে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।
গিলের ‘ব্যবহৃত’ জার্সির দাম ৭ লাখ টাকা
৯ আগস্ট ২৫
প্রথম ঘটনায় হার্শাল প্যাটেলের থ্রো'য়ে রানআউট হন গিল। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে মাঠ ছাড়ার সময় চতুর্থ রেফারির সঙ্গে কথা বলেন তিনি। রিপ্লে'তে স্টাম্প ভাঙা নিয়ে স্পষ্টতা ছিল না।

দ্বিতীয়বার, হায়দরাবাদ ইনিংসের ১৪তম ওভারে এলবিডব্লিউ আবেদন রিভিউয়ে 'আম্পায়ার্স কল' দেখা গেলে, সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন গিল। আম্পায়ারের সঙ্গে কিছুক্ষণ কথা চালিয়ে যান, পরে অভিষেক শর্মা এসে তাকে থামান।
‘টি-টোয়েন্টিতে আমাকে আরো উন্নতি করতে হবে’, ৭৫৯ রানের পর সুদর্শন
৩১ মে ২৫
ম্যাচ শেষে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে গিল বলেন, 'আসলে এটা ছোটখাটো একটা কথোপকথন ছিল। যখন আপনি ১১০ ভাগ দেন, তখন আবেগ কিছুটা চলে আসে। মাঠে কখনো কখনো সেটা নিয়ন্ত্রণ করা কঠিন হয়।'
এই ঘটনার পর গুজরাট টাইটানস ফেয়ারপ্লে তালিকায় ১০ দলের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে গেছে। ১০ ম্যাচে তাদের গড় স্কোর ৮.৮, যেখানে শীর্ষে থাকা পাঞ্জাব কিংসের গড় ১০.৪।