পিএসএলে লিটনদের অধিনায়ক ওয়ার্নার

ছবি: ডেভিড ওয়ার্নার

এর আগে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ, বিগ ব্যাশে সিডনি থান্ডার্সের অধিনায়কত্ব করেছেন ওয়ার্নার। গত ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে পিএসএলের ড্রাফট। সেখানে ওয়ার্নারকে নিজেদের প্রথম ডাকেই দলে নিয়েছে করাচি।
‘ট্রফি না জিতলে এক মৌসুমে ৬০০—৭০০ রান করার দাম নেই’
১ মে ২৫
এবার তার কাঁধেই অধিনায়কের দায়িত্ব বুঝিয়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। পিএসএলের গত আসরে শান মাসুদ দলটির নেতৃত্ব দিয়েছেন। তবে পয়েন্ট টেবিলের তলানিতে থেকে আসর শেষ করতে হয়েছিল দলটিকে।

তাই এবার অধিনায়ক বদলে ভাগ্য ফেরানোর আশায় আছে দলটি। পিএসএলের এবারের আসরে করাচির হয়েই খেলার কথা রয়েছে লিটন দাস। যদিও তার খেলা না খেলার বিষয়টি নির্ভর করছে বিসিবির এনওসির ওপর।
হাঁটুর চোটে পিএসএল শেষ মিলনের
২৭ এপ্রিল ২৫
কারণ পিএসএলের সময় বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। ফলে তাকে আসরে মাঝ পথে পাবে ফ্র্যাঞ্চাইজিটি। সবকিছু ঠিক থাকলে ওয়ার্নারের সঙ্গে করাচির ইনিংস শুরু করতে দেখা যেতে পারে লিটনকে।
আগামী ১১ এপ্রিল থেকে শুরু হবে পিএসএলের এবারের আসর। ১২ এপ্রিল করাচি নিজেদের মিশন শুরু করবে মুলতান সুলতান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে।