চিটাগংয়ের টাকার গরম নেই, তাই দেখাচ্ছে না: মিঠুন

ফ্র্যাঞ্চাইজি লিগ
চিটাগংয়ের টাকার গরম নেই, তাই দেখাচ্ছে না: মিঠুন
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মিঠুন, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বিপিএলের এবারের আসরে প্লে অফে জায়গা করে নেয়া চারটি দলের মধ্যে বিদায় নিয়েছে রংপুর রাইডার্স। প্রথম কোয়ালিফায়ারে ফরচুন বরিশাল হারিয়ে দিয়েছে চিটাগং কিংসকে। আর তাতেই বরিশাল ফাইনালে জায়গা করে নিয়েছে। বরিশালের বিপক্ষে হারলেও চিটাগংয়ের ফাইনালে খেলার সম্ভাবনা এখনও টিকে আছে।

দ্বিতীয় কোয়ালিফায়ারে তারা খেলবে রংপুরকে বিদায় করে দেয়া খুলনা টাইগার্সের বিপক্ষে। প্লে অফে জায়গা করে নিয়েই দলগুলো নতুন সব বিদেশি ক্রিকেটার দলে ভিড়িয়ে চমক দেখাতে চায়। প্লে অফে রংপুর রাইডার্স উড়িয়ে এনেছিল আন্দ্রে রাসেল, টিম ডেভিড ও জেমস ভিন্সকে।

আর খুলনা টাইগার দলে ভেড়ায় দুই ক্যারিবিয়ান ক্রিকেটার শিমরন হেটমায়ার ও জেসন হোল্ডারকে। বরিশাল জিমি নিশামকে দলে নিয়েছে ফাইনালের জন্য। আর প্লে অফের আগেই দলে ফিরেছেন তাদের দুই বিদেশি রিক্রুট মোহাম্মদ আলী ও কাইল মেয়ার্স। এই দিক দিয়ে কিছুটা পিছিয়েই চিটাগং। প্লে অফে উঠলেও তাদের কোনো চমক নেই।

দলটির অধিনায়ক মোহাম্মদ মিঠুন জানিয়েছেন তাদের টাকার গরম নেই। এ কারণে বিদেশিও আনছেন না। টিম হোটেলে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মিঠুন বলেন,  ‘চট্টগ্রামের টাকার গরম নেই। সে জন্য দেখাচ্ছে না।’

রাসেল, ডেভিড, ভিন্সরা সকালে এসেই এক ঘণ্টার ব্যবধানে ম্যাচ খেলতে নেমে গিয়েছিলেন। এটাকে আদর্শ মানছেন না মিঠুনও। বিশেষ করে ক্রিকেটারদের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার জন্য সময় দেয়া প্রয়োজন মনে করেন মিঠুন। তার দলের যে বিদেশি ক্রিকেটাররা আছেন তাদের ওপর পূর্ণ আস্থা আছে বলেও জানালেন চিটাগং অধিনায়ক।

তিনি বলেন, ‘টুর্নামেন্টে যে ক্রিকেটাররা খেলেছে, এখনো তারাই আছে। আমি সেটায় বিশ্বাস করি না যে রাতে একটা ক্রিকেটারকে আনলাম আর তাকে খেলিয়ে দিলাম। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার একটা বিষয় আছে। আমাদের বিদেশিরা দেখবেন যে কেউ খারাপ খেলেনি। সবাই ভালো খেলেছে। তাদের ওপর সেই বিশ্বাসটা রাখতে পারি।’

আরো পড়ুন: মোহাম্মদ মিঠুন