রাসেলকে কেবল বুমরাহই আটকাতে পারেন!

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
ইনফর্ম আন্দ্রে রাসেলকে থামানো যেকোনো বোলারের জন্যই অনেক কঠিন। বিশেষ করে আইপিএলে গত তিন আসরে ১৮০'র বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন রাসেল। ক্যারিবিয়ান এই দানবের সামনে তাই যেকোনো বোলারই আত্মবিশ্বাসহীনতায় ভোগেন। কলকাতা নাইট রাইডার্সের দুইবারের শিরোপাজয়ী অধিনায়ক গৌতম গম্ভীর মনে করছেন, জাসপ্রিত বুমরাহ বা এই মানের দুই তিন জন বোলার আছেন, যারা ইনফর্ম রাসেলকে বিপদে ফেলতে পারেন!
স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠানে সম্প্রতি গম্ভীর বলেন, 'দুই বা তিনজন বোলার আছে যারা তাকে বিপদে ফেলতে পারে। কিন্তু এর বেশি কিছু না। জাসপ্রিত বুমরাহর মতো কয়েকজন বোলার আছে যারা সত্যিই রাসেলকে বিপদে ফেলতে পারে।

রাসেল একজন আত্মবিশ্বাসী ক্রিকেটার। তার সামনে বোলিং লাইনআপ কী- সেটা বিষয় না। এরকম কোনও বিগ হিটার যদি দলে থাকে তাহলে কেকেআর তাকে কোথায় খেলায় সেটা আমি দেখতে চাই।'
আইপিএলের এবারের আসরে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগানকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। এতে কলকাতার মিডল অর্ডার আরও সমৃদ্ধ হয়েছে।
অবশ্য মরগানের আগে ইনফর্ম রাসেল নামবেন কিনা সেটাও জানার ইচ্ছে আছে গম্ভীরের। পর্যাপ্ত ওভার বাকি থাকলে মরগানের আগেই রাসেলকে চান সাবেক এই বাঁহাতি ওপেনার।
গম্ভীর আরও বলেন, 'এই মুহূর্তে দলে ইয়ন মরগানও আছেন। সেও দারুণ ফর্মে। এরকম দুজন আন্তর্জাতিক তারকা যদি দলে থাকে তাহলে আপনি কিছুটা স্বস্তি বোধ করতেই পারেন।
আপনি যদি ভালো ইনিংস সূচনা পান তাহলে মরগানের আগেও রাসেলকে নামিয়ে দিতে পারেন। মরগানের পরই তাকে নামাতে হবে- এমন কোনও কথা নেই। আপনি তাকে চার নম্বরেও নামাতে পারবেন।'