আইসিসির তিনটি বিশ্ব আসর আয়োজন করতে চায় শ্রীলঙ্কা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০২৪-২০৩১ সাল পর্যন্ত আট বছরের বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বৈশ্বিক ইভেন্টগুলোর সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এরপর থেকে এই বিশ্ব আসরগুলো আয়োজনের জন্য রীতিমত যুদ্ধ শুরু করে দিয়েছে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলো।
এরই মধ্যে বাংলাদেশ ও ভারত বেশ কয়েকটি টুর্নামেন্ট আয়োজনের ইচ্ছে প্রকাশ করেছে। এবার শ্রীলঙ্কাও আইসিসির বৈশ্বিক আসরের অন্তত তিনটি আয়োজনের জন্য বিড করার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিজেদের ইচ্ছের কথা জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট।

বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে ২০২৪ থেকে ২০৩১ পর্যন্ত আইসিসির যেসব বৈশ্বিক আসর রয়েছে এর মধ্যে শীর্ষ তিনটি আসর আয়োজন করতে চায় তারা। এর মধ্যে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিড করবে তারা।
চলতি মাসের শুরুতে আইসিসির সভায় সিদ্ধান্ত হয়, ২০২৪ থেকে ২০৩১ সালে পরিকল্পনা অনুযায়ী আট বছরের ২টি ওয়ানডে বিশ্বকাপ, ৪টি টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২টি চ্যাম্পিয়ন্স ট্রফি ও চারটি টেস্ট চ্যাম্পিয়শিপের ফাইনাল আয়োজন করা হবে।
এদিকে ভারতও দুটি বিশ্বকাপ এবং একটি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দাবি জানাতে যাচ্ছে। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার বিশেষ সাধারণ সময় এই ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়। এরপর তারা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।
বিসিসিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছিল, '২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের জন্য দাবি জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি ছোট হলেও প্রতিযোগিতাটি খুবই জনপ্রিয়। তারপরও ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য আমরা আইসিসির কাছে দাবি জানাব।'