দেশের সব শ্রেণির ক্রিকেটারদের কাছে পরম নির্ভরতার নাম তামিম। বর্তমানে খেলা ক্রিকেটারদের কাছে খুব কাছের 'প্রিয় বড় ভাই' সাবেক এই ওপেনার। যার কারণে খেলা বা অন্য কোনো ব্যাপারে তামিমের কাছেই ছুটে যান ক্রিকেটাররা। তেমনই একজন হচ্ছেন তাইজুল ইসলাম।
তামিমের নির্বাচন করা নিয়ে ক্রিকফ্রেঞ্জির সঙ্গে আলাপকালে তাইজুল বলেন, 'আমরা যারা ক্রিকেট খেলছি। যে মডার্ন ক্রিকেট সামনে আসছে তামিম ভাই এটার সাথে এডজাস্ট। আপনি বিগত বিপিএলগুলোও যদি দেখেন প্লেয়ার হিসেবে ওনার ম্যান ম্যানেজমেন্ট ঠিক করা বা বাইরের প্লেয়ারদের সাথে যে আলোচনা বা বাইরের অফিসিয়ালদের সাথে যে কথাবার্তা... এটা অনেক বড় একটা ইতিবাচক লক্ষণ। প্লেয়ার হিসেবে তার ম্যান ম্যানেজমেন্ট অনেক ভালো।'
'তামিম ভাই আসলে মনের কথা খুলে বলতে পারব। আমরা কী ফেস করি, আমরা কী চাই। যেহেতু উনি কিছুদিন আগেও আমাদের সাথে ছিলেন...জাতীয় দলে খেলেছি। বিপিএল খেলেছি... ওনার ভালো ধারণা আছে ক্রিকেটে কোন জিনিসটা এখন দরকার। সামনে যে ডেভলপমেন্টের কাজ হবে, প্লেয়াররা যেন সুবিধা পায়। আমার মনে হয় উনার ধারণা খুব ভালো।'
ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবির আগামী নির্বাচন। কদিন আগেই তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে বিসিবি। বাংলাদেশের কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। তাঁর সঙ্গে আছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির অতিরিক্ত আইজিপি সিবগাত উল্লাহ এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব)।
নির্বাচনের সপ্তাহ তিনেক আগে বিসিবির সঙ্গে বৈঠক করেছেন তারা। যেখানে নির্বাচন প্রক্রিয়া কেমন হবে সেসব নিয়ে বিস্তর আলোচনা করেছে তিন সদস্যের নির্বাচন কমিশন। খোঁজ নিয়ে জানা গেছে বিসিবির নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর ভোটারদের খসড়া তালিকা প্রকাশ করা হবে। ভোটারদের তালিকা প্রকাশের মাধ্যমেই নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। ২১ সেপ্টেম্বর বিকেল ৪ টা ৩০ মিনিটে ভোটাদের চূড়ান্ত তালিকা জানানো হবে।
২২-২৩ সেপ্টেম্বর মনোনয়ন পত্র তুলবেন প্রার্থীরা। নির্বাচনে অংশ নেয়ার জন্য ২৫ সেপ্টেম্বরের মধ্যে প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দিতে হবে। যাচাই-বাছাই শেষে ২৬ সেপ্টেম্বর প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ২৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ পাবেন। একই দিনে পোস্টাল ও ই-ব্যালট ডিস্ট্রিবিউশন করা হবে। ৪ অক্টোবর নির্বাচন ও প্রাথমিক ফলাফল প্রকাশ করা হবে। তবে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে ৫ অক্টোবর।
মোট তিনটি ক্যাটাগরিতে বিসিবিতে নির্বাচন করবেন কাউন্সিরলরা। ক্যাটাগরি-ওয়ানে বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে নির্বাচিত হবেন ১০ জন। ক্যাটাগরি-দুইয়ে পরিচালক হওয়ার সুযোগ ক্লাব প্রতিনিধিদের। যেখানে মোট ১২ জন পরিচালক হয়ে বিসিবিতে দায়িত্ব নেবেন।
এ ছাড়া ক্যাটাগরি-থ্রিতে সাবেক অধিনায়ক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে থেকে একজন নির্বাচিত হবেন। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে দুইজন পরিচালক আসবেন। ২৫ পরিচালকের ভোটে পরবর্তীতে বিসিবির সভাপতি নির্বাচিত হবেন। এবার বিসিবি নির্বাচন করবেন না আকরাম খান ও মাহবুব আনাম।