১৫ দিনের ছুটিতে মিরাজ

ছবি: মেহেদী হাসান মিরাজ

প্রাথমিক দলে ছিলেন মেহেদী হাসান মিরাজ। তবে আসন্ন এই সিরিজে খেলা হচ্ছে না এই অলরাউন্ডারের। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ১৫ দিনের ছুটি নিয়েছেন তিনি। ক্রিকফ্রেঞ্জিকে একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
শেয়ার অ্যান্ড কেয়ার প্রোগ্রামে বিসিবির পারফরম্যান্স মূল্যায়ন করলেন লিটন-মিরাজরা
১৯ আগস্ট ২৫নেদারল্যান্ডস সিরিজের চূড়ান্ত স্কোয়াড এখনও ঘোষণা করেনি বিসিবি। মিরাজের বিকল্প হিসেবে কে সুযোগ পাবেন তা এখনও নিশ্চিত নয়। আসন্ন এই সিরিজের সূচি আগেই ঘোষণা হয়েছে।

বিসিবির আগামী নির্বাচনে অংশ নেবেন না মাহবুব আনাম
১১ ঘন্টা আগে
সূচি অনুযায়ী আগামী ২৬ আগস্ট বাংলাদেশে পা রাখবে নেদারল্যান্ডস দল। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচই মাঠে গড়াবে ৩০ আগস্ট। আর সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১ ও ৩ সেপ্টেম্বর।
সিরিজের সব ম্যাচই রাখা হয়েছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। সিরিজ শুরুর আগে তিনদিন সিলেটে অনুশীলন করবেন ডাচ ক্রিকেটাররা। বাংলাদেশ দল এরই মধ্যে নিজেদের ক্যাম্প শুরু করেছে।