আমরা সঠিক পথেই আছি: লিটন

ক্রিকফ্রেঞ্জি
পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জেতার পর হোয়াইটওয়াশ করার সুযোগ হাতছানি দিচ্ছিল লিটন দাসদের সামনে। ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের পর তৃতীয় টেস্ট খেলুড়ে দেশকে ‘বাংলাওয়াশ’ করার সুযোগ থাকলেও সেটা লুফে নিতে পারেনি বাংলাদেশের ক্রিকেটাররা। প্রত্যাশার সঙ্গে মাঠের ব্যাটিং পারফরম্যান্সের অমিলে সিরিজ জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে। সিরিজ জেতা অধিনায়ক লিটনও ৭৪ রানে হেরে স্বীকার করেছেন তারা ভালো ব্যাটিং করতে পারেননি।

promotional_ad

মিরপুরে তৃতীয় টি-টোয়েন্টিতে টস ভাগ্যে জিতলেও মাঠে ক্রিকেটে সেটার ছাপ রাখতে পারেনি বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই রীতিমতো তাণ্ডব চালাতে থাকেন শাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব। তাদের দুজনের ব্যাটে উদ্বোধনী জুটিতে ৮২ রান তোলে পাকিস্তান। পরবর্তীতে হাসান নাওয়াজ ও মোহাম্মদ নাওয়াজের ব্যাটে ১৭৮ রান তোলে সফরকারীরা। মিরপুরের ধীরগতির উইকেটে এমন রান তাড়ার কাজটা সহজ ছিল না বাংলাদেশের জন্য।


আরো পড়ুন

লিটন আমাকে ফোন দিয়ে বলেছে, ‘তুই আমার দলের মেইন প্লেয়ার’: সাইফউদ্দিন

১০ ঘন্টা আগে
বোলিংয়ের সময় মোহাম্মদ সাইফউদ্দিন, ক্রিকফ্রেঞ্জি

প্রথম ‍দুই ম্যাচে পারভেজ হোসেন ইমন, তাওহীদ ‍হৃদয় ও জাকের আলী অনিকের ব্যাটে ছাপিয়ে গেছে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। তবে শেষ ম্যাচে পুরোপুরি ফুটে উঠেছে ব্যাটিং ব্যর্থতার আসল চিত্র। বিশ্রাম থেকে ফিরে সুবিধা করতে পারেননি তানজিদ হাসান তামিম। টানা দুই ম্যাচে সুযোগ পেয়েও ব্যর্থতা সঙ্গী করে ফিরেছেন নাইম শেখ। মেহেদী হাসান মিরাজও একই পথেই হেঁটেছেন।


promotional_ad

ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে মাত্র ২৫ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। শেষের দিকে টেইলএন্ডারদের সঙ্গে নিয়ে স্বাগতিকদের রান একশ পার করেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। তিনি ৩৫ রানে অপরাজিত থাকলেও ১৭৯ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশ অল আউট হয়েছে ১০৪ রানে। সিরিজ জেতা বাংলাদেশ শেষ ম্যাচে হেরেছে ৭৪ রানে।


আরো পড়ুন

ক্ষমতার অপব্যবহার করছেন হেসন, দাবি বাসিতের

১৩ ঘন্টা আগে
পাকিস্তান ক্রিকেট বোর্ড

এমন হারের পর হতাশা প্রকাশ করেছেন লিটন। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, ‘খুবই হতাশার। সব মিলিয়ে ছেলেরা ভালো ক্রিকেট খেলেছে। উইকেট দেখে মেনে হয়েছে ব্যাটিং করার জন্য খুবই ভালো। কিন্তু আমরা ভালো ব্যাটিং করতে পারিনি।’


সিরিজ জেতায় দ্বিতীয় ম্যাচের একাদশ থেকে পাঁচটি পরিবর্তন আনে বাংলাদেশ। শেষ ম্যাচে বিশ্রাম দেয়া হয় পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেনকে। তাদের জায়গায় ম্যাচ খেলেছেন নাসুম আহমেদ, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মিরাজ ও তানজিদ। এত পরিবর্তনের ম্যাচে হোয়াইটওয়াশের সুযোগ হাতছাড়া করতে হয়েছে বাংলাদেশকে।


পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতায় নিজেদের জন্য এটাকে ইতিবাচক সিরিজ বলছেন লিটন। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মনে করেন, তারা সঠিক পথেই আছেন। এ প্রসঙ্গে লিটন বলেন, ‘আমরা ভেবেছিলাম প্রথম দুই ম্যাচে যারা খেলেনি তাদেরকে সুযোগ দিব। সিরিজ হিসেবে যদি বলি তাহলে এটা আমাদের জন্য ইতিবাচক একটা সিরিজ। আমার মনে হয় আমরা সঠিক পথেই আছি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball