ক্রিকেটকে বিকেন্দ্রীকরণের উদ্যোগ, রাজশাহী ও চট্টগ্রামে হচ্ছে বিসিবির অফিস

ছবি: গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন ইফতিখার আহমেদ মিঠু, ক্রিকফ্রেঞ্জি

ক্রিকেটকে বিকেন্দ্রীকরণ করতে রাজশাহী ও চট্টগ্রামে বিসিবির অফিস করা হচ্ছে। এরই মধ্যে নিজের পরিকল্পনাগুলো নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেছেন বুলবুল। এমনটাই জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতিখার আহমেদ মিঠু।
নির্বাচকদের সুনজরে সোহান
১৬ জুলাই ২৫
বুলবুলের পরিকল্পনা বেশ কিছু উদ্যোগ নেয়া হচ্ছে। এমনকি নতুন বোর্ড সভাপতি অন্য বিভাগের প্রধানদের কাছ থেকেও পরিকল্পনা জানতে চেয়েছেন। তাদের কাছেও প্রেজেন্টেশন চেয়েছেন। অচিরেই তাদের সঙ্গেও এ নিয়ে পরিকল্পনা করা হবে।

এমনটা জানিয়ে মিঠু বলেন, ‘তিনি প্রধানত বিকেন্দ্রীকরণের কথা বলেছেন। আমরা অনেক দিন ধরে বলতেছি ঢাকা থেকে ক্রিকেটটা ছড়িয়ে দিতে। রাজশাহীতে একটা ও চট্টগ্রামে একটা অফিস হবে। আমরা এরইমধ্যে কাজ শুরু করে দিয়েছি। এটা আমাদের অনেক দিনের স্বপ্ন। এতদিন পর স্বপ্ন সত্যি হচ্ছে।’
সাকিব ইস্যুতে আবারও নির্বাচকদের কোর্টে বল ঠেলে দিলেন বুলবুল
১৪ জুলাই ২৫
মিঠু আরও বলেছেন, 'তিনি প্রধানত বিকেন্দ্রীকরণের কথা বলেছেন। আমরা অনেক দিন ধরে বলতেছি ঢাকা থেকে ক্রিকেটটা ছড়িয়ে দিতে। রাজশাহীতে একটা ও চট্টগ্রামে একটা অফিস হবে। আমরা এরইমধ্যে কাজ শুরু করে দিয়েছি। এটা আমাদের অনেক দিনের স্বপ্ন। এতদিন পর স্বপ্ন সত্যি হচ্ছে।’
এরই মধ্যে উত্তরাঞ্চলের রাজশাহীর দায়িত্ব দেওয়া বিসিবি পরিচালক স্বপন চৌধুরীকে। আর চট্টগ্রামের দায়িত্ব পেয়েছেন আরেক বিসিবি কর্মকর্তা সালাউদ্দিন। এর বাইরে কোচ, আম্পায়ার ও কিউরেটরদের উন্নতির জন্য বিভিন্ন প্রোগ্রামও হাতে নিয়েছে। যা দ্রুতই বাস্তবায়ন করা হবে।