ক্রিকেটকে বিকেন্দ্রীকরণের উদ্যোগ, রাজশাহী ও চট্টগ্রামে হচ্ছে বিসিবির অফিস

গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন ইফতিখার আহমেদ মিঠু, ক্রিকফ্রেঞ্জি
নানা ঘটনার পরিক্রমার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব নিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। একদিন পরেই বিসিবির পরিচালকদের নিয়ে ঘটা করে সভা করেছেন তিনি। সেখানেই দেশের ক্রিকেট নিয়ে বড় সিদ্ধান্ত নেয়া হয়েছে।

promotional_ad

ক্রিকেটকে বিকেন্দ্রীকরণ করতে রাজশাহী ও চট্টগ্রামে বিসিবির অফিস করা হচ্ছে। এরই মধ্যে নিজের পরিকল্পনাগুলো নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেছেন বুলবুল। এমনটাই জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতিখার আহমেদ মিঠু।


আরো পড়ুন

বিসিবি নির্বাচনে অংশ নেবেন না আকরাম খান

২৮ মিনিট আগে
আকরাম খান, ক্রিকফ্রেঞ্জি

বুলবুলের পরিকল্পনা বেশ কিছু উদ্যোগ নেয়া হচ্ছে। এমনকি নতুন বোর্ড সভাপতি অন্য বিভাগের প্রধানদের কাছ থেকেও পরিকল্পনা জানতে চেয়েছেন। তাদের কাছেও প্রেজেন্টেশন চেয়েছেন। অচিরেই তাদের সঙ্গেও এ নিয়ে পরিকল্পনা করা হবে।


promotional_ad

এমনটা জানিয়ে মিঠু বলেন, ‘তিনি প্রধানত বিকেন্দ্রীকরণের কথা বলেছেন। আমরা অনেক দিন ধরে বলতেছি ঢাকা থেকে ক্রিকেটটা ছড়িয়ে দিতে। রাজশাহীতে একটা ও চট্টগ্রামে একটা অফিস হবে। আমরা এরইমধ্যে কাজ শুরু করে দিয়েছি। এটা আমাদের অনেক দিনের স্বপ্ন। এতদিন পর স্বপ্ন সত্যি হচ্ছে।’


আরো পড়ুন

টি-টোয়েন্টির পর ওয়ানডে খেলতে চান বুলবুল

২ সেপ্টেম্বর ২৫
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন আমিনুল ইসলাম বুলবুল

মিঠু আরও বলেছেন, 'তিনি প্রধানত বিকেন্দ্রীকরণের কথা বলেছেন। আমরা অনেক দিন ধরে বলতেছি ঢাকা থেকে ক্রিকেটটা ছড়িয়ে দিতে। রাজশাহীতে একটা ও চট্টগ্রামে একটা অফিস হবে। আমরা এরইমধ্যে কাজ শুরু করে দিয়েছি। এটা আমাদের অনেক দিনের স্বপ্ন। এতদিন পর স্বপ্ন সত্যি হচ্ছে।’


এরই মধ্যে উত্তরাঞ্চলের রাজশাহীর দায়িত্ব দেওয়া বিসিবি পরিচালক স্বপন চৌধুরীকে। আর চট্টগ্রামের দায়িত্ব পেয়েছেন আরেক বিসিবি কর্মকর্তা সালাউদ্দিন। এর বাইরে কোচ, আম্পায়ার ও কিউরেটরদের উন্নতির জন্য বিভিন্ন প্রোগ্রামও হাতে নিয়েছে। যা দ্রুতই বাস্তবায়ন করা হবে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball