টস জিতে স্কুলের ক্রিকেটের চ্যাম্পিয়ন কুমিল্লা মডার্ন হাইস্কুল

স্কুল ক্রিকেটের চ্যাম্পিয়ন কুমিল্লা মডার্ন হাইস্কুল, ক্রিকফ্রেঞ্জি
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপে উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন জায়গায় সকাল থেকেই বৃষ্টি ঝরছে। যার প্রভাব পড়েছে ঢাকা শহরেও। সকাল থেকে হওয়া বৃষ্টিতে ভেস্তে গেছে মিরপুরে হতে যাওয়া বাংলাদেশ ও সাউথ আফ্রিকা ইমার্জিং দলের দ্বিতীয় চার দিনের ম্যাচের তৃতীয় দিনের খেলা।

promotional_ad

একই কারণে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে মাঠে গড়ায়নি প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল। সকালে টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল কুমিল্লা মডার্ন হাইস্কুল ও বগুড়ার পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের। সেমিফাইনালে পিরোজপুর সরকারি হাইস্কুলকে ১০২ রানে হারিয়ে ফাইনালে উঠে কুমিল্লা মডার্ন হাইস্কুল।


আরো পড়ুন

স্কুল ক্রিকেটে ইতিহাস, মুস্তাকিমের ৪০৪*, ক্যামব্রিয়ানের ৭৩৮ রানের জয়

১৮ মার্চ ২৫
রেকর্ড গড়া ইনিংস খেলা মুস্তাকিম হাওলাদার

আরেক সেমিফাইনালে বগুড়ার পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ ৩২ রানে হারিয়েছে কালেক্টরেট কলিজিয়েট স্কুলকে। বসুন্ধরায় ফাইনাল হওয়ার কথা থাকলেও সকাল থেকেই হানা দেয় বৃষ্টি। ওই সময় ড্রেসিং রুমে নিজেদের অবসর সময় পার করেছেন দুই স্কুলের ক্রিকেটাররা।


promotional_ad

একটা সময় বৃষ্টি না থামায় চ্যাম্পিয়ন নির্ধারণ করতে টস করা হয়। একদিনের ক্রিকেটের নিয়ম অনুযায়ী বৃষ্টি আইনে ফলাফল নির্ধারণ করতে দুই দলকে অন্তত ২০ ওভার করে খেলতে হয়। অথচ সেটা সম্ভব হয়ে উঠেনি। ফলে টুর্নামেন্টের বাইলজ অনুসারে টসের সিদ্ধান্ত নেন ম্যাচ অফিসিয়ালসরা।


বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের ইনডোরে কুমিল্লা মডার্ন হাইস্কুলের অধিনায়ক তানভীর আহমেদ ও বগুড়ার পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধিনায়ক রিয়াদ শেখকে ডেকে নিয়ে টস করা হয়। যেখানে টস জিতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল টুর্নামেন্টের শিরোপা জিতেছে কুমিল্লা মডার্ন হাইস্কুল। চ্যাম্পিয়ন হিসেবে ১.৫ লাখ টাকা প্রাইজমানি পেয়েছে তারা। রানার্স আপ দল পেয়েছে ১ লাখ।


পুরো টুর্নামেন্ট জুড়ে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন কুমিল্লা মডার্ন হাইস্কুলের আফনান ইন্তেহাদ। তিন ম্যাচ খেলে সমান একটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরিতে ৬৮.৬৭ গড় ও ১২৫.৬১ স্ট্রাইক রেটে ২০৬ রান করেছেন তিনি। বল হাতে ৩ ম্যাচে ৩.২৮ ইকনোমি রেটে ১১ উইকেট নিয়ে সবার উপরে আকাশ রয়। হবিগঞ্জের জেকে অ্যান্ড এইচকে হাইস্কুল অ্যান্ড কলেজের বিপক্ষে ৯ রানে নিয়েছিলেন ৬ উইকেট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball