অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে জাদেজার ঘাড়ে মিরাজের নিঃশ্বাস

ছবি: জিম্বাবুয়ে সিরিজের দুই টেস্টে ব্যাট হাতে ১১৬ রান করার পাশাপাশি বল হাতে মেহেদী হাসান মিরাজ শিকার করেছেন ১৫ উইকেট, ক্রিকফ্রেঞ্জি

সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে অসাধারণ পারফর্ম করে এই মাইলফলক স্পর্শ করেছেন মিরাজ। সিরিজের দুই টেস্টে ব্যাট হাতে ১১৬ রান করার পাশাপাশি বল হাতে শিকার করেছেন ১৫ উইকেট। ফলে রেটিং বেড়ে এখন তার ৩২৭। এটিই তার ক্যারিয়ারসেরা।
এপ্রিল সেরার দৌড়ে মিরাজের সঙ্গী মুজারাবানি-সিয়ার্স
৫ মে ২৫
চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে বাজিমাত করেন ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার। ব্যাট হাতে সাত নম্বরে নেমে তুলে নেন মূল্যবান শতক। আর বল হাতে নিয়ন্ত্রণ করেন ম্যাচের ভাগ্য। ইনিংসে পাঁচ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে তিন দিনেই জেতান সেই টেস্ট ম্যাচটি।
শুধু অলরাউন্ডার তালিকাতেই নয়, মিরাজের উন্নতি হয়েছে ব্যাটিং ও বোলিং র্যাঙ্কিংয়েও। ব্যাটারদের তালিকায় তিনি লাফিয়ে উঠেছেন আট ধাপ, এখন তার অবস্থান ৫৫ নম্বরে। এটি ছিল তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় শতক।

বাংলাদেশ সিরিজের আগে ১০ দিনের জন্য ফিল্ডিং কোচ নিয়োগ শ্রীলঙ্কার
৬ মে ২৫
অন্যদিকে বোলারদের তালিকাতে দুই ধাপ এগিয়ে তিনি এখন ২৪ নম্বরে। সঙ্গে উন্নতি হয়েছে মিরাজের সতীর্থদেরও। তাইজুল ইসলাম সাত ধাপ এগিয়ে এখন ১৬তম, আর নাঈম হাসান ছয় ধাপ এগিয়ে অবস্থান করছেন ৫৪ নম্বরে।
টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এখনো শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের জো রুট। বাংলাদেশের বিপক্ষে দারুণ খেলা জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটার শন উইলিয়ামস দুই ধাপ এগিয়ে এখন ১৯তম স্থানে। বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম বড় লাফ দিয়ে উঠেছেন ১৭ ধাপ। তার অবস্থান ৬০ নম্বরে।
বোলারদের মধ্যে শীর্ষে রয়েছেন ভারতের পেসার জসপ্রিত বুমরাহ। অন্যদিকে অভিষেকেই চমকে দেয়া জিম্বাবুয়ে স্পিনার ভিনসেন্ট মাসেকেসা ঢুকে গেছেন টেস্ট বোলারদের তালিকায়।