promotional_ad

জুনের শুরুতে মাঠে ফিরতে পারেন তাসকিন

অনুশীলনে তাসকিন আহমেদ, ক্রিকফ্রেঞ্জি
তাসকিন আহমেদের বাঁ পায়ের গোঁড়ালির হাড়ে অস্বাভাবিক বৃদ্ধি দেখা দিয়েছে। এই কারণে ইংল্যান্ডে চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন এই পেসার। সেখানে বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েছেন তিনি। মঙ্গলবার এই পেসারের শারীরিক অবস্থার বিস্তারিত জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

promotional_ad

ইংল্যান্ডে তার সঙ্গে ছিলেন বিসিবির সিনিয়র ফিজিশিয়ান ডা. দেবাশীষ চৌধুরী। এই সফরে তাসকিন একজন অ্যাঙ্কল সার্জন, একজন স্পোর্টস ফিজিশিয়ান এবং একজন স্পোর্টস ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিয়েছেন বলে জানানো হয়েছে বিসিবির পক্ষ থেকে। তাদের পরামর্শ মতে অস্ত্রোপচার ছাড়াই তাসকিনের চিকিৎসা চালিয়ে যাওয়া উচিত।


আরো পড়ুন

কেন শান্ত, কেন নেই মিরাজ, ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক

৪ মে ২৫
নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ

তাসকিনের চোটের অবস্থা সবরকমের দেখাভালের দায়িত্ব নিয়েছে বিসিবি। যা বাংলাদেশ জাতীয় দলের সাপোর্ট স্টাফের তত্ত্বাবধানে বাস্তবায়ন করা হবে। তাসকিনের শারীরিক অবস্থার কথা জানিয়ে দেবাশীষ জানিয়েছেন দ্রুতই তাসকিনের উন্নতির ব্যাপারে তারা আশাবাদী।


promotional_ad

বিসিবির পাঠানো বিবৃতিতে ডা. দেবাশীষ বলেন, 'বিশেষজ্ঞরা মনে করেন, এই মুহূর্তে তাসকিনের জন্য রক্ষণশীল, অর্থাৎ অস্ত্রোপচারবিহীন চিকিৎসাই সর্বোত্তম পদ্ধতি। পুনর্বাসন প্রোগ্রামটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ধাপে ধাপে তার ফিটনেস ফিরে আসে এবং টেন্ডনের সমস্যা কার্যকরভাবে নিয়ন্ত্রণে থাকে। আমরা তার উন্নতির ব্যাপারে আশাবাদী।'


আরো পড়ুন

বাংলাদেশ সিরিজের আগে ১০ দিনের জন্য ফিল্ডিং কোচ নিয়োগ শ্রীলঙ্কার

১০ মিনিট আগে
রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে ভারতের তৎকালীন ফিল্ডিং কোচ আর শ্রীধর, ফাইল ছবি

তাসকিনকে ছাড়াই সম্প্রতি দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। সেই সঙ্গে আসন্ন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের দলেও রাখা হয়নি এই পেসারকে। বিসিবি চিকিৎসক দেবাশীষ জানিয়েছেন জুনের শুরুতে মাঠে ফিরতে পারেন তাসকিন। জুন-জুলাইতে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশ।


এই সিরিজ দিয়েই মাঠে ফিরতে পারেন বাংলাদেশের এই তারকা পেসার। এর আগেই তার পুনর্বাসন শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন দেবশীষ। তিনি বলেন, 'তাসকিনের পুনর্বাসন সফলভাবে সম্পন্ন হলে, জুনের শুরুতে তিনি ম্যাচ ফিটনেস ফিরে পাবেন বলে আশা করা যায়।'


সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ফিরে তাসকিন ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে নাম লিখিয়েছিলেন। এরপর খেলেছেন তিনটি ম্যাচও। রূপগঞ্জ ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে তিনটি করে উইকেট নিয়েছিলেন এই পেসার। আর ধানমন্ডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে নিয়েছিলেন দুটি উইকেট। তবে এরপর থেকেই মাঠের বাইরে আছেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball