‘এ’ দলের ম্যাচ দেখতে সিলেটে ছুটে গেলেন সিমন্স

ছবি: ‘এ’ দলের ম্যাচ দেখটে সিলেটে ছুটে গেলেন ফিল সিমন্স, ক্রিকফ্রেঞ্জি

ম্যাচটি দেখে আবারো ঢাকায় ফিরবেন বাংলাদেশের হেড কোচ। মূলত পাকিস্তান সিরিজের দলে এখান থেকে কাউকে নেয়া যায় কিনা সেটাই পরখ করবেন তিনি। ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্সের কর্মকর্তা শাহরিয়ার নাফিস।
সবাইকে ধৈর্য ধরতে বলছেন সিমন্স
২৭ এপ্রিল ২৫
তিনি বলেন, 'হ্যাঁ, সিলেটে বাংলাদশ 'এ' দলের ম্যাচ দেখতে গেছেন সিমন্স। একটা ওয়ানডে ম্যাচ দেখবেন। এরপরই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।'

তিনটি একদিনের ম্যাচ ও দুটি চারদিনের ম্যাচ খেলতে গত পহেলা মে বাংলাদেশে পা রেখেছে নিউজিল্যান্ড 'এ' দল। এই উপলক্ষে প্রথম দুটি একদিনের ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। বাংলাদেশ 'এ' দলে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহানরা।
‘আমরা এখানে শিখতে আসিনি’, ‘এ’ দলের সিরিজের আগে সোহান
৯ মিনিট আগে
সেই সঙ্গে দলে রাখা হয়েছে পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, শরিফুল ইসলামের মতো জাতীয় দলের ক্রিকেটারদের। দলে সুযোগ পেয়েছেন জাতীয় দলে অনিয়মিত শামীম হোসেন পাটোয়ারি, তানভির ইসলাম ও নাইম হাসানরাও।
এই দলে মুস্তাফিজুর রহমানকেও রাখা হয়েছিল। যদিও তার বদলে পরবর্তীতে দলে ঢোকানো হয় খালেদকে। নিউজিল্যান্ড 'এ' দলে জো কায়ার্টকে লাল বলের এবং নিক কেলি সাদা বলের অধিনায়কত্ব পেয়েছেন। এই দলটিতে আছেন আন্তর্জাতিক ক্রিকেটে খেলা অন্তত ৯ ক্রিকেটার।
৭ এবং ১০ই মে অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুটি একদিনের ম্যাচ। ১৪ থেকে ১৭ এবং ২১ থেকে ২৪ মে অনুষ্ঠিত হবে ৪ দিনের দুটি লাল বলের ম্যাচ। প্রথম চারটি ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হলেও, চার দিনের সর্বশেষ ম্যাচটি মাঠে গড়াবে ঢাকার শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।