নেপালকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

বাংলাদেশ
নেপালকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা, এসিসি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
দাপুটে পারফরম্যান্সে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের সুপার ফোরে উঠেছিল বাংলাদেশের মেয়েরা। তবে ভারতের কাছে হেরে হোঁচট খান সুমাইয়া আক্তার স্বর্ণারা। সুপার ফোরের প্রথম ম্যাচে হারলেও প্রথম রাউন্ডে শ্রীলঙ্কাকে হারানোয় ২ পয়েন্ট আগে থেকেই ছিল বাংলাদেশের। শেষ ম্যাচে নেপালকে হারালেই তাই ফাইনালে উঠার সুযোগ ছিল তাদের। এমন ম্যাচে নেপালকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা। ফাইনালে সুমাইয়াদের প্রতিপক্ষ ভারত।

কুয়ালালামপুরে বৃষ্টির কারণে খানিকটা দেরিতে শুরু হয় ম্যাচটি। অনেকটা সময় বৃষ্টি হওয়ার ফলে ম্যাচের প্রতি ইনিংসের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ১১ ওভারে। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক। দ্বিতীয় ওভারেই উইকেটের দেখা পায় বাংলাদেশ। 

রান আউট হয়ে সাজঘরে ফেরেন ৪ রান করা সানা পারভীন। আরেক ওপেনার সাবিত্রী ধামিও রান আউট হয়েই ফিরেছেন। পাওয়ার প্লের শেষ ওভারে আরও দুই উইকেট হারায় নেপাল। সেই ওভারের দ্বিতীয় বলে পূজা মাহাতাকে হাবিবা ইসলাম পিংকির হাতে ক্যাচ বানিয়েছেন আনিসা। 

একই ওভারে রান আউট হয়েছেন সনি পাখরিন। পরের দিকের কেউই ব্যাট হাতে সেভাবে দাঁড়াতে পারেননি। ফলে ৮ উইকেট হারিয়ে ৫৪ রান তোলে নেপাল। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট পেয়েছেন আনিসা, ফাহমিদা, ফারজানা এবং হাবিবা। 

জয়ের জন্য ৫৫ রান তাড়ায় বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন ফাহমিদা ও মোসাম্মাত ইভা। উদ্বোধনী জুটিতে ৪৬ রান তোলেন তাঁরা দুজন। ১৮ রান করা ইভাকে ফিরিয়ে জুটি ভাঙেন কুসুম গোদার। তবে ১০ রান করা সুমাইয়া আক্তার সূবর্ণাকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে জয়ে এনে দিয়েছেন ফাহমিদা। ব্যাট হাতে অপরাজিত ২৬ রান করার পাশাপাশি বোলিংয়ে ১ উইকেট নেয়ায় ম্যাচসেরা হয়েছেন তিনি। 

সংক্ষিপ্ত স্কোর-

নেপাল অনূর্ধ্ব-১৯ নারী দল- ৫৪/৮ (১১ ওভার) (সাবিত্রী ১১, পূজা ৯; আনিসা ১/১০, হাবিবা ১/১১, ফারজানা ১/১৩, ফাহমিদা ১/১৪)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল- ৫৮/১ (৯.৫ ওভার) (ফাহমিদা ২৬*, ইভা ১৮, সুবর্ণা ১০*; কুুসুম ১/১২)

আরো পড়ুন: ফাহমিদা ছোঁয়া