
বিশ্বকাপের টিকিট পেতে জ্যোতির পরিস্কার বার্তা ‘সিরিজ চাই’
চলতি বছরে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে ছয়টি দল। স্বাগতিক ভারতের সঙ্গে এখন পর্যন্ত বিশ্বকাপের টিকিট পেয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কা। ২১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে থাকা বাংলাদেশের মেয়েরা এখনও সরাসরি বিশ্বকাপ খেলার নিশ্চয়তা পায়নি। ভারত বিশ্বকাপে সরাসরি খেলতে হলে ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জিততে হবে নিগার সুলতানা জ্যোতিদের।