
সুদর্শনের চোট, বিকল্প নিয়ে ভাবনায় ভারত
হেডিংলিতে ভারতের হয়ে টেস্ট অভিষেক হয়েছে সাই সুদর্শনের। তবে এজবাস্টনে সিরিজের দ্বিতীয় টেস্টে টপ অর্ডার এই ব্যাটারকে নাও দেখা যেতে পারে। জানা গেছে এই ব্যাটার এখনও ফিট নন ম্যাচ খেলার মতো।
হেডিংলিতে ভারতের হয়ে টেস্ট অভিষেক হয়েছে সাই সুদর্শনের। তবে এজবাস্টনে সিরিজের দ্বিতীয় টেস্টে টপ অর্ডার এই ব্যাটারকে নাও দেখা যেতে পারে। জানা গেছে এই ব্যাটার এখনও ফিট নন ম্যাচ খেলার মতো।
আইপিএলের এবারের আসরে দলীয়ভাবে সাফল্য ধরা না দিলেও ব্যক্তিগতভাবে উজ্জ্বল সাই সুদর্শন। গুজরাট টাইটান্স এলিমিনেটর হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও ব্যাট হাতে রানের ফোয়ারা ছুটিয়েছেন বাঁহাতি এই তরুণ ব্যাটার। আসরে এখনও পর্যন্ত তিনিই শীর্ষ রান সংগ্রাহক।
আসন্ন ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে ভারতের ১৮ সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ঘোষিত দলে নতুন মুখ ২৩ বছর বয়সী সাই সুদর্শন। প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে জায়গা করে নিতে পেরে উচ্ছ্বসিত বাঁহাতি এই ব্যাটার।
ইংল্যান্ড সিরিজের জন্য ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা অবসর নেয়ায় এই দলের অধিনায়কত্ব দেয়া হয়েছে শুভমান গিলকে। তার সহকারী হিসেবে আছেন ঋষভ পান্ত।
চলতি আইপিএলে আগ্রসী ব্যাটিং করে আলোচনায় এসেছেন সাই সুদর্শন। গুজরাট টাইটান্সের প্লে অফে ওঠার পেছনেও বড় অবদান রেখেছেন ভারতের এই ব্যাটার। রবিবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে তুলে নিয়েছেন অপরাজিত সেঞ্চুরি। আর তাতেই গুজরাট জিতেছে ১০ উইকেটের বড় ব্যবধানে।
গুজরাট টাইটান্সের বিপক্ষে মাত্র ৬৫ বলে ১১২ রান করেন লোকেশ রাহুল। তার ৪টি ছক্কা ও ১৪ চারে সাজানো ইনিংসে ভর করেই আগে ব্যাট করে ১৯৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় দিল্লি ক্যাপিটালস। এমন ইনিংসের পর রাহুলেরই নায়ক হওয়ার কথা ছিল ম্যাচের। তবে তাকে দর্শক বানিয়ে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন শুভমান গিল ও সাই সুদর্শন। বিশেষ করে সুদর্শন ছিলেন অনবদ্য।
ভারতের আসন্ন ইংল্যান্ড সফরের টেস্ট দলে সাই সুদর্শনকে দেখতে চান দেশটির সাবেক প্রধান কোচ রবি শাস্ত্রী। আইপিএল ও প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পর তরুণ এই ব্যাটারকে জাতীয় দলের দীর্ঘ ফরম্যাটে সুযোগ দেওয়ার পক্ষে নিজের মতামত জানিয়েছেন শাস্ত্রী।
এবারের আইপিএলে দারুণ ফর্মে রয়েছে গুজরাট টাইটান্স। রাজস্থান রয়্যালসের বিপক্ষেও সেই ফর্ম ধরে রেখেছে দলটি। হার দিয়ে আসর শুরু করলেও এরপর টানা চতুর্থ জয় তুলে নিয়েছে শুভমান গিলের দল। তারা রাজস্থানকে হারিয়েছে ৫৮ রানের ব্যবধানে। এই ম্যাচে আগে ব্যাট করে ৬ উইকেটে ২১৭ রান সংগ্রহ করে গুজরাট।
আর্শদীপ সিংয়ের ফুলার লেংথ ডেলিভারিতে ফ্লিক করে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে খেলতে চেয়েছিলেন সাই সুদর্শন। টাইমিং ভালো হলেও সীমানার কাছে থাকা শশাঙ্ক সিংকে ক্যাচ দিয়ে ফিরতে হয়েছে ৪১ বলে ৭৪ রানের ইনিংস খেলা বাঁহাতি ব্যাটার। সুদর্শন যখন ফেরেন ম্যাচ জিততে তখনও গুজরাট টাইটান্সের প্রয়োজন ৪৫ বলে ৯৯ রান। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে ইমপ্যাক্ট সাব হিসেবে খেলতে নেমেই ঝড় তোলেন শেরফান রাদারফোর্ড।